Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Donald Trump New Tariffs: ‘তোর যে যা বলিস ভাই…’, গ্রিনল্যান্ড চাই-ই চাই, জানিয়ে দিলেন ট্রাম্প, বিরোধিতা করায় শুল্ক চাপালেন ইউরোপের উপর

    1 week ago

    নয়াদিল্লি: এবার ইউরোপীয় দেশগুলির উপর ১০ শতাংশ শুল্ক চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডে আমেরিকার কর্তৃত্ব কায়েমে সায় না দেওয়াতেই এমন সিদ্ধান্ত ট্রাম্পের। ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্য দেশগুলির উপর ১০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে, যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। (US Greenland Acquisition)

    Truth Social-এ নয়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, এই শুল্ক আরও বাড়ানোর হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি। জানিয়েছেন, আমেরিকা সম্পূর্ণ বাবে গ্রিনল্যান্ড কিনে নেবে, এই মর্মে আগামী ১ জুনের মধ্যে চুক্তি সারতে হবে। অন্যথায় ইউরোপের দেশগুলির উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপাবেন তিনি। (Donald Trump New Tariffs)

    সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘বহু বছর ধরে ডেনমার্ক এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিকে ভর্তুকি দিয়ে আসছি আমরা। শুল্কও আদায় করিনি। কিন্তু এত শতক পর যখন ডেনমার্কের উপকার ফিরিয়ে দেওয়ার সময়ঃ বিশ্বশান্তি বিপর্যয়ের মুখে! চিন এবং রাশিয়া গ্রিনল্যান্ড চায়, যার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা নেই ডেনমার্কের। শুধুমাত্র আমেরিকা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খেলা খেলতে পারে, তাতে সফল হতে পারে! ওই পবিত্র ভূখণ্ড কেউ ছুঁতেও পারবে না, বিশেষ করে আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে যেখানে’।

    আমেরিকার ‘গ্রিনল্যান্ড পরিকল্পনা’য় সায় না দিলে শুল্ক-শাস্তির মুখে পড়তে হবে বলে একদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সেই মতোই ঘোষণা করলেন তিনি। যদিও ইউরোপের রাষ্ট্রনেতাদের দাবি, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের। ডেনমার্কের অধীনেই স্বতন্ত্র অঞ্চল হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে গ্রিনল্যান্ড। ডেনমার্ক জানিয়েছে, গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করছে তারা। এব্যাপারে তাদের সহযোগিতা করছে বন্ধুদেশগুলিও।

    অন্য দিকে, হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ইউরোপীয় সেনার উপস্থিতিতে কিছু যায় আসে না আমেরিকার। গ্রিনল্যান্ডে কর্তৃত্ব কায়েমের যে লক্ষ্য ট্রাম্পের, তার উপর কোনও প্রভাব পড়বে না। এতে তীব্র প্রতিক্রিয়া জানান ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী অ্যালিশ রুফো। তিনি জানান, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত ইউরোপ।

    খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডকে আমেরিকার অন্তর্ভুক্ত করতে বেশ কিছু দিন ধরেই সরব ট্রাম্প। নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষার্থেই গ্রিনল্যান্ডকে আমেরিকার ছত্রছায়ায় আনা প্রয়োজন বলে যদিও দাবি করছেন তিনি। তাঁর দাবি, চিন এবং রাশিয়া যাতে সেখানে আধিপত্য কায়েম করতে না পারে, তাই গ্রিনল্যান্ডকে আমেরিকার অন্তর্ভুক্ত চান তিনি। কিন্তু কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, আসলে গ্রিনল্যান্ডের খনিজ সম্পদেই নজর তাঁর। 

    বুধবার ওয়াশিংটনে ডেনমার্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও হয় আমেরিকার প্রতিনিধিদের। সেখানেও ডেনমার্কের প্রতিনিধিরা জানিয়ে দেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আমেরিকার সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে তাঁদের। শনিবার কোপেনহাগেনে বিরাট মিছিলও বেরোয়। আমেরিকার হুমকির বিরুদ্ধে, নিজেদের স্বতন্ত্রতার সপক্ষে পথে নামেন হাজার হাজার মানুষ। বিগত ৩০০ বছর ধরে ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড। সেখানকার মানুষ স্বাধীনতার পক্ষে হলেও, ডেনমার্কের পরিবর্তে আমেরিকার রাজত্ব বরদাস্ত করবেন না তাঁরা। ডেনমার্কের চেয়ে আমেরিকাকে ঢের বেশি বিপজ্জনক মনে করেন তাঁরা। সেখানকার অন্তত ৮৫ শতাংশ নাগরিক আমেরিকার কর্তৃত্বের বিরুদ্ধে। যে কারণে স্থানীয় সরকার বার বার আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। 

    ডেনমার্কের বিদেশমন্ত্রী লার্স লোকে রাসমিসেন বলেন, “প্রশ্নই ওঠে না। না ডেনমার্কে, না গ্রিনল্যান্ডে এসব হতে দেব আমরা। এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, সার্বভৌমত্বের গোড়ায় আঘাত।” দেশের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডরিখ নিলসেন বলেন, “আমেরিকা এবং ডেনমার্কের মধ্যে বেছে নিতে হলে, আমার ডেনমার্ককেই বেছে নেব। বেছে নেব NATO-কে। আমরা ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে।”

    তবে গ্রিনল্যান্ড নিয়ে যে পিছু হটতে রাজি নন তিনি, শুল্ক আরোপ করে ফের বুঝিয়ে দিলেন ট্রাম্প। এমনকি গ্রিনল্যান্ডের দখল পেতে একাধিক পরিকল্পনাও রয়েছে তাঁর। গ্রিনল্যান্ড কিনে নিতেও প্রস্তুত তিনি। আবার সোজা আঙুলে ঘি না উঠলে, সামরিক পদক্ষেপেও রাজি। কিন্তু তাঁর গ্রিনল্য়ান্ড পরিকল্পনা নিয়ে দেশের আমেরিকার রাজনীতিতেও মতবিরোধ দেখা দিয়েছে। 

    Click here to Read More
    Previous Article
    Pakistan News: ভারতীয় ডিজ়াইনারের পোশাক পরে বিয়ে, পাকিস্তানে নিন্দিত নওয়াজ শরিফের পরিবার
    Next Article
    Plane Accident News: যাত্রীসমেত নিখোঁজ বিমান, ব্যাপক তল্লাশি ইন্দোনেশিয়ায়, পাহাড়ের উপর ধ্বংসাবশেষ, বাড়ছে আশঙ্কা

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment