Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Dilip Ghosh: কোনও একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়, শুভেন্দুকে নিশানা দিলীপ ঘোষের?

    1 week ago

    রঞ্জিত সাউ, কলকাতা: অমিত শাহর (Amit Shah) সঙ্গে সাক্ষাতের পর রাজনীতিতে ফের সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির রণকৌশল নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ হবে তাঁর ভূমিকাও। একাধিক প্রসঙ্গে খোলামেলা মত প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

    ১) কুণাল ঘোষ বলেছেন দীঘা জগন্নাথ মন্দির দর্শন আপনার ভাগ্য ফেরাল...

    দিলীপ ঘোষ: উনি প্রবচন দিতেই থাকেন। লোকে মজা পায়। উনি সব ব্যাপারেই মন্তব্য করে থাকেন। ২৬ এর নির্বাচনে জগন্নাথ দেবের আশীর্বাদেই রাজ্যে পরিবর্তন হবে। 

    ২) আপনার ভাগ্যে যে জোন পড়বে তার মধ্যে অন্তত ৩৫টি আসন তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ...

    দিলীপ: পার্টি যাকে যে দায়িত্ব দেবে সেটা সে করবে। আমার এখনও জোন ভাগ নিয়ে কিছু জানা নেই। আমি ৩ বার ভোটে লড়েছি। ৩ বার সভাপতি বা অন্য দায়িত্ব সামলেছি। নিজের ছাড়াও অন্যের হয়ে প্রচার করেছি। ২১ এর ভোটে আমি প্রার্থী ছিলাম না। 

    ৩) একা শুভেন্দুকে দিয়ে হবে না বুঝেই কি আপনাকে স্বমহিমায় ফেরাল দলের হাইকম্যান্ড?

    দিলীপ: পার্টি তো কোনও একক ব্যক্তির ভরসায় চলতে পারে না। কিছু প্রমিনেন্ট মুখ থাকে যাদের অভিজ্ঞতা বেশি। তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কোনও একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। 

    ৪) আপনার তো এমন দুর্দিনও গেছে যেখানে প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন আর আপনাকে বিমান ধরে অন্য জায়গায় চলে যেতে হয়েছে...

    দিলীপ: হতে পারে। পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। আগে তো ভোটে লড়তে হয়নি। তখন দল ভেবেছিল একেকটা মুখকে একেকবার সামনে আনি। দেখি পাবলিক কিভাবে রিয়াক্ট করে। মাঝে কিছুদিন সেই প্রক্রিয়া চলেছে। 

    ৫) হুমায়ূন যদি সংখ্যালঘু ভোট কাটার ভূমিকায় নামেন তাহলে তো আপনাদের অ্যাডভান্টেজ?

    দিলীপ: গতবার আইএএফ নিয়েও আপনারা একই ভাবে বিস্তর চর্চা করেছিলেন। রেজাল্ট কী হল? আমার মনে হয় ওই দলের সঙ্গে কোনও না কোনও পার্টির সেটিং হবে। গতবার নওশাদ সিদ্দিকি বড় বড় সভা করেছিল। আর হুমায়ূন কবীর এখনও পর্যন্ত নিজের এলাকা ছেড়ে বেরোননি। তার পার্টির কী ভবিষ্যত? উনি সকালে একরকম বলেন। বিকেলে আরেক রকম। মানুষ তো এইভাবে বিশ্বাস করবে না। উনি আগে ওঁর উদ্দেশ্য স্পষ্ট করুন। উনি জল মাপছেন। দাম বাড়াচ্ছেন। 

    ৬) হুমায়ূনের ব্রিগেড সমাবেশ...

    দিলীপ: উনি আগেও অনেক বড় বড় কথা বলেও কিছুই করতে পারেননি। উনি যদি সত্যিই ব্রিগেডে ১০ লাখ মানুষ জমা করতে পারেন নিঃসন্দেহে ওনার পার্টি একটা বড় শক্তি হিসেবে উঠে আসবে।

    ৭) অভিষেক আজ থেকে আবার ফুল অ্যাকশনে

    দিলীপ: ভোটে সব পার্টি অ্যাক্টিভ হয়। ওরাও করছে। আমরাও করব। ডায়লগ দিয়ে ইলেকশন জেতা যায় না। সিপিএমকে একসময় অজেয় ভাবা হতো। কেউ ভাবতেই পারেনি সিপিএম হেরে যেতে পারে। তারপর সিপিএম এমনভাবে হারল আর কোনওদিন খুঁজে পাওয়া গেল না। বিজেপি অলরেডি সাড়ে ৩ হাজার পথসভা করে ফেলেছে। আমাদের রাজ্য সভাপতি উত্তর থেকে দক্ষিণ ট্যুর শুরু করবেন। আমরাও থাকব। 

    ৮) শীতকালে শীত ঘুম ভাঙল দিলীপ ঘোষের?

    দিলীপ: আমার শীত ঘুম ভাঙেনি। আমি রোজ ইকো পার্ক এসেছি। এখানেই আপনাদের সঙ্গে কথা বলেছি। কার কাছে কখন কার গুরুত্ব কমবেশি সেটা পার্টি জানে। দিলীপ ঘোষ আগেও যা ছিল এখনও তাইই আছে। ভোটের মুখে আমাকে যে কাজ দেওয়া হল সেটাই করব। 

    ৯) প্রতিষ্ঠা দিবসে ফের গোষ্ঠী কোন্দল তৃণমূলে

    দিলীপ: কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরির সময় এরা সমস্ত বদ গুণ নিয়ে এসেছে। ওটা তৃণমূলের ডিএনএ তেই আছে। কংগ্রেস গোষ্ঠী কোন্দল করতে করতে শেষ হয়ে গেছিল। তৃণমূল সেই পথেই হাঁটছে। ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। 

    ১০) কী ভোকাল টনিক দিলেন অমিত শাহ?

    দিলীপ: আমি নিজে কোনও ভোকাল টনিক দিইনি। কাজ শুরু করিনি এখনও।

    Click here to Read More
    Previous Article
    Weather Update: বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, তবে শীত আর কুয়াশায় কাবু দিল্লি! পুঞ্চে তুষারপাত
    Next Article
    West Bengal News: সঙ্গীতশিল্পীর অনুষ্ঠানে প্রবল বচসা, রাস্তায় বেধড়ক মারধর যুবককে! পরে হাসপাতালে মৃত্যু

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment