Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Dev on Anirban: ভোটের আগে ED, CBI তল্লাশি অন্যায় হলে, অনির্বাণের ব্যান হয়ে থাকাও অন্যায়: দেব

    5 days ago

    কলকাতা: দীর্ঘদিন ধরে পর্দায় নেই অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। অভিনয়েও নেই, পরিচালনাতেও নেই! অলিখিত ব্যান অভিনেতা পরিচালকের ওপর। গত বছর থেকে ফেডারেশনের সঙ্গে বিরোধে জড়িয়েছেন অনির্বাণ। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। কোনও ছবিতে অনির্বাণ অভিনয় করলে, শুটিংয়ে ফেডারেশনের টেকনিশিয়ান-সহ কেউই সে কাজে থাকবে না, এমনটাই বলা হয়েছে। পরিচালনাও নাকি করতে পারবেন না অনির্বাণ! 

    শুধু পরিচালনা বা অভিনয়ের কাজ নয়, অনির্বাণের গানের দল 'হুলিগানইজম'-এর কাজেও কোপ পড়েছে। 'হুলিগানইজম' শ্যুটিং বন্ধ করে দেওয়ার মতো ঘটনা যেমন ঘটেছে, তেমনই স্পষ্ট কারণ না দেখিয়ে বাতিল করে দেওয়া হয়েছে অনির্বাণদের শো! কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, 'হুলিগানইজম' থাকলে নাকি শো-এর অনুমতি পেতে সমস্যা হচ্ছে। এমতাবস্থায় যখন অনির্বাণ কার্যত ব্রাত্য হয়ে রয়েছেন ইন্ডাস্ট্রিতে, তখনই গতকাল একটি খবর ছড়িয়ে পড়ে। দেব (Dev)-এর পুজোর ছবিতে খলনায়কের ভূমিকায় নাকি দেখা যাবে অনির্বাণকে! 

    আজ, শুক্রবার তো স্ক্রিনিং কমিটির একটি বৈঠকে গিয়েছিলেন দেব। সেখানে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, গোটা বিষয়টাকে ভুয়ো খবর বলে উড়িয়ে দেন তিনি। তবে তিনি দেব। সবার থেকে আলাদা। ফলে সহ অভিনেতার পাশে দাঁড়াতেও ভোলেন না তিনি। দেব এদিন বলেন, 'অভিনেতা, সুপারস্টার, মেগাস্টার, বাংলার ছেলে, বাংলার ভাই হয়ে ফেডারেশনের কাছে অনির্বাণের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। একজন এত ভাল অভিনেতা, ফেডারেশনের সঙ্গে ওর একটা দূরত্ব তৈরি হয়েছে। আমার ছবিতে অনির্বাণ থাকুক বা না থাকুক.. কিন্তু একজন এত ভাল অভিনেতার অবশ্যই কাজ করা উচিত। আমি ফেডারেশনকে বলব, চেয়ারপার্সন স্বরুপ বিশ্বাসকে বলব.. আমিও তো টেকনিশিয়ানের ছেলে। আমিও মুম্বইতে টেকনিশিয়ানের কাজ করতাম। আজ হিরো হয়ছি হয়তো..। যে কোনও অভিনেতাকে যখন তখন অলিখিতভাবে ব্যান করে দেওয়ার পক্ষে আমি নই। তবে আমি ফেডারেশনের বিরুদ্ধেও কথা বলতে চাই না। যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি (হাতজোড় করে)। অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতাকে বাংলার দরকার। বাংলায় ওর অনেক অবদান বাকি রয়েছে। ও ভাল ছেলে না খারাপ ছেলে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি জানি, ও একজন অভিনেতা। আমি অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে.. য়াঁরা বাংলাকে এতদিন ধরে আগলে রেখেছেন, এই ব্যাপারটা একটু দেখুন।' আমার ছবি 'দেশু 7'-এ ও থাকবে কি থাকবে না, সেটা এখনও পর্যন্ত আমি জানি না। এটুকু চাই, অনির্বাণ কাজ করুক। ED, CBI তল্লাশি যখন ভোটের আগে হয়, আমরা একজোট হয়ে বলি, এটা খারাপ হচ্ছে। সেখানে দাঁড়িয়ে, আমারই রাজ্যে একজন অভিনেতা ৬ মাস ধরে ব্যান হয়ে রয়েছে, সেটাও অন্যায়।'

    Click here to Read More
    Previous Article
    Dev-Subhasree: দেব-শুভশ্রী জুটির পুজোর ছবির পরিচালক চূড়ান্ত! কার কাঁধে গুরুদায়িত্ব?
    Next Article
    Soumitrisha Kundoo: 'আমার নথিতে ভুল নেই, সব তথ্য দেওয়ার পরেও কেন হেনস্থা?' SIR শুনানিতে ডাক পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন সৌমিতৃষা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment