SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Darjeeling Glenarys Closed : বড়দিনের আগেই বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের গ্লেনারিজ, 'নিয়ম না মানায়' পড়ল তালা

    2 days ago

    মোহন প্রসাদ, দার্জিলিং: বাঙালি আবেগের সঙ্গে জড়িয়ে দার্জিলিং। আর সেই ভাল-লাগা থেকে মোটেই আলাদা করা যায় না গ্লেনারিজকে । দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে গ্লেনারিজে না গেলে যেন বেড়ানোটাই অসম্পূর্ণ থেকে যায়। বড়দিনের আগে, পর্যটনের ভরপুর মরসুমে হঠাৎ করেই তালা পড়ে গেল ঐতিহ্যবাহী গ্লেনারিজে। 

    গোর্খাল্যান্ড নামে সেতু উদ্বোধন হতেই গ্লেনারিজ বারে তালা। ৩ মাসের জন্য বন্ধের আবগারি দফতরের নোটিস। দার্জিলিঙয়ে বন্ধ হয়ে গেল ঐতিহাসিক গ্লেনারিজ। আইন লঙ্ঘনের অভিযোগে ৯০ দিনের জন্য গ্লেনারিজ বার সিল করল আবাগারি দফতর। 

    একাধিক অভিযোগ আনা হয়েছে গ্লেনারিজ-এর বিরুদ্ধে। পর্যটকে ভরা দার্জিলিং-এ, ব্যবসার ভরপুর সময়ে, এভাবে বারে তালা ঝুলিয়ে দেওয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছেন মালিক অজয় এডওয়ার্ড।  পুলিশের দাবি, আবগারি আইন অমান্য করা হয়েছে। তাই আপাতত তিন মাস তালা - বন্ধ থাকবে এই বারের। বলার অপেক্ষা রাখে না  বড়দিন এবং নতুন ইংরেজি নববর্ষের আগে এটা বড় ধাক্কা।  শোনা যাচ্ছে, পুলিশের অভিযোগ, গ্লেনারিজে যে নিয়ম করে গানের আসর বসত, তার জন্য অনুমতি নেওয়া ছিল না, মানা হয়নি আবগারি দফতরের নিয়মও। 

    প্রসঙ্গত উল্লেখ্য, হালেই দার্জিলিং সাবডিভিশনের টুংসুং চা বাগানের সেতু উদ্বোধন করেন ‘ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট’-এর প্রধান অজয় এডওয়ার্ড। যার নাম দেওয়া হয়েছে 'গোর্খাল্য়ান্ড'। আর সেই নিয়ে দানা বাঁধে বিতর্কও।  তাঁর দাবি, আলাদা গোর্খাল্য়ান্ডের দাবিকে আরও প্রকট করার জন্য়ই এই নামকরণ। পাল্টা অজয় এডওয়ার্ডের এই নামকরণকে কটাক্ষ করেছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য় জনসংযোগ আধিকারিক। আর এই সব বিতর্কের মাঝেই তালা ঝুলল বাঙালির আবেগ, দার্জিলিংয়ের হৃদস্পন্দন গ্লেনারিজ-এ। 

     

     

     

     

     

    Click here to Read More
    Previous Article
    WB News Live Updates: আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, শীতের আমেজ জারি থাকবে
    Next Article
    নো বলে শততম উইকেট পেয়েছেন? বুমরাহর রেকর্ড গড়া ম্যাচে এড়ানো গেল না বিতর্ক

    Related টপ নিউজ Updates:

    Comments (0)

      Leave a Comment