Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Cyber Crime News: মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে ঋণের টোপ, ফাঁদে পা দিচ্ছেন না তো? সতর্ক করল রাজ্য পুলিশ

    1 day ago

    কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতারণার অভিযোগ। সেই নিয়ে এবার সকলকে সতর্ক করল রাজ্য পুলিশ। পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে ‘তৎক্ষণাৎ ঋণ’, ‘CIBIL ছাড়াই ঋণ’, ‘সরকার অনুমোদিত ঋণ প্রকল্পে’র মতো বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। টোপ দিয়ে আদায় করা হচ্ছে প্রসেসিং ফি। এমন কিছু দেখলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে বলা হয়েছে সকলকে। (West Bengal Police)

    পশ্চিমবঙ্গ পুলিশের সোশ্যাল মিডিয়ায় এদিন সতর্কবার্তা দেওয়া হয়। জানানো হয়, সামাজিক মাধ্যমে ভুয়ো বিজ্ঞাপন এবং ভিডিও-র মাধ্যমে, কিছু প্রতারক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করছে। ওই বিজ্ঞাপনগুলিতে ‘তৎক্ষণাৎ ঋণ’, ‘CIBIL ছাড়াই ঋণ’, ‘সরকার অনুমোদিত ঋণ প্রকল্প’, ‘কোনও যাচাই ছাড়াই ঋণে’র টোপ দেওয়া হচ্ছে।  (Cyber Crime)

    রাজ্য পুলিশ পরিষ্কার ভাষায় জানিয়েছে, এই ধরনের কোনও প্রকল্প মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার  দ্বারা ঘোষিত বা অনুমোদিত নয়। বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো এবং প্রতারণামূলক। এভাবে মুখ্যমন্ত্রীর নাম ও ছবির ব্যবহারও বেআইনি এবং অননুমোদিত। Facebook, Instagram, WhatsApp-এর মাধ্যমেই মূলত প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। ওইধরনের বিজ্ঞাপন ভুয়ো অ্যাপ, ওয়েবসাইট বা WhatsApp নম্বরে নিয়ে যায়। এর পর আধার, প্যান, ব্যাঙ্কের তথ্য, OTP চাওয়ার পাশাপাশি, প্রসেসিং ফি বা অগ্রিম টাকা দাবি করে মানুষের কাছে। টাকা পেয়ে গেলেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতারকরা।

    সাধারণ মানুষের কী করণীয়, তাও জানিয়েছে পুলিশ। বলা হয়েছে, এই ধরনের বিজ্ঞাপন বিশ্বাস করা যাবে না একেবারেই। অচেনা কোনও লিঙ্ক খোলা বা কোনও অ্যাপ ইনস্টল না করাই ভাল। কারও সঙ্গে OTP, পরিচয়পত্র বা ব্যাঙ্কের তথ্য ভাগ করে নেওয়া যাবে না। ঋণ সংক্রান্ত প্রয়োজনে অনুমোদিত ব্য়াঙ্ক, NBFC বা সরকারি ওয়েবসাইট ব্যবহার করা উচিত। যদি ফাঁদে পা দিয়ে ফেলেন কেউ, সেক্ষেত্রে কোনও রকম টাকা দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে গহে সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০-তে। অভিযোগ জানানো যাবে www.cybercrime.gov.in-এ গিয়েও। সেক্ষেত্রে স্ক্রিনশট, লিঙ্ক, ফোন নম্বর  ও লেনদেন সংক্রান্ত তথ্য রেখে দিতে হবে।

    রাজ্য পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ রুখতে হলে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। তাই সকলের সতর্ক থাকা প্রয়োজন। নিরাপদ থাকতে হবে সকলকেই।

    Click here to Read More
    Previous Article
    Kolkata Metro: ছুটির দিনে ফের মেট্রো বিভ্রাট! টালিগঞ্জ স্টেশনের কাছে আটকে গেল রেক, বন্ধ পরিষেবা
    Next Article
    China News: ২ সেকেন্ডে ৭০০ kmph গতি, কিছু বোঝার আগেই চোখের বাইরে, বিমানকে টেক্কা দেবে চিনের Maglev ট্রেন!

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment