Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    China News: দূরে থেকেও প্রিয়জনের অবস্থা জানা যাবে, ব্যবহার বাড়ছে Are You Dead অ্যাপের

    1 week ago

    নয়াদিল্লি: প্রযুক্তির দৌলতে হাতের মুঠোয় এসে গিয়েছে গোটা দুনিয়া। কিন্তু এই দুনিয়ায় নিজেদের জগৎ ক্রমশই ছোট হচ্ছে আমাদের। বন্ধুবান্ধবের সংখ্যা যেমন কমছে, দূরত্ব বাড়ছে পরিবারের লোকজনের সঙ্গেও। সাংসারিক কার্যকারণ, এমনকি কাজের প্রয়োজনেও মাসের পর মাস পরিবার থেকে বিচ্ছিন্ন, একাকী জীবন কাটে আমাদের। সেই অবস্থায় কিছু ঘটে গেলে, জানতেও পারেন না কাছের মানুষজন। এই সমস্যার সমাধান বের করতে সেই প্রযুক্তিই নয়া উপায় বাতলে দিল। নতুন অ্যাপ এসে পৌঁছল বাজারে, যার মাধ্যমে দূরে থেকেও প্রিয়জনের উপর ভালমন্দ বোঝা সম্ভব হবে। (Are You Dead App)

    চিনে এই মুহূর্তে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ওই অ্যাপ, যার নাম ‘Are You Dead?’ কোনও রকম আড়াল-আবডাল না রেখেই অ্যাপটির ওই নাম বেছে নিয়েছেন প্রযুক্তিবিদরা। যার মাধ্যমে বহু দূরে, একা পড়ে থাকা পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধবের খবর, বিশেষ করে তাঁরা জীবিত আছেন কি না, তা জানা সম্ভব। কিছু দিনের মধ্যেই চিনে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপটি। চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ওই অ্যাপ নিয়ে চর্চা তুঙ্গে। কতটা ফলদায়ক ওই অ্যাপ, তা বোঝাতে কসুর করছেন না কেউই। (China News)

    ‘Are You Dead?’ অ্যাপটিকে অনেকে ডিজিটাল ‘Check-in’ বলেও উল্লেখ করছেন। বিশেষ করে চিনের বিভিন্ন শহরে যে সব তরুণ-তরুণী একাকী থাকেন, তাঁদের মধ্যে অ্যাপটির ব্যবহার বেড়েছে। আবার একাকী বসবাসকারী প্রবীণদের মধ্যেও ব্যবহার বাড়ছে সেটির। অ্যাপটি তৈরির একটা উদ্দেশ্য, কয়েক দিন সাড়াশব্দ না পেলে সেই ব্যক্তি জীবিত রয়েছেন কি না, তা বুঝতে পারা। ওই ব্যক্তির অবস্থা জেনে অ্যাপটি ফোনে সেভ থাকা ‘এমার্জেন্সি কনট্যাক্ট’কে বার্তা পাঠায়। অ্যাপটি ব্য়বহার করাও বেশ সহজ। জীবিত আছেন কি না জানতে চেয়ে স্ক্রিনে মেসেজ ফুটে ওঠে। আঙুল ছোঁয়ালেই বার্তা চলে যায় প্রিয়জনের কাছে। 

    যাঁরা অ্যাপটি তৈরি করেছেন, তাঁদের বয়স এখনও ৩০-ও ছোঁয়নি। প্রথমে বিনামূল্যেই সেটি ফোনে ইনস্টল করা যাচ্ছিল। কিন্তু বর্তমানে ১.১৪ ডলার দিয়ে কিনতে হচ্ছে। পরিসংখ্যান বলছে, অ্যাপল স্টোর থেকে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ এখন ‘Are You Dead?’ই। যদিও কোনও অজ্ঞাত কারণে অ্যাপল স্টোরে এই মুহূর্তে অ্যাপটি অনেকেই দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ। ইচ্ছাকৃত ভাবে সেটিকে নাগালের বাইরে নিয়ে যাওয়া হয়েছে কি না, কোনও আইনি সমস্যা দেখা দিয়েছে কি না, তা স্পষ্ট নয়।

    ‘Are You Dead?’ অ্যাপটিকে পার্সোনাল সেফটি অ্যাসিস্ট্যান্ট বা ব্যক্তিগত নিরাপত্ত সহযোগী হিসেবে বর্ণনা করা হয়েছে। পড়ুয়া থেকে চাকরিরত, একাকী থাকা প্রবীণ মানুষেরা সেটি ব্যবহার করতে পারেন। অ্যাপটির অন্যতম স্রষ্টা ইয়ান গুয়ো জানান, মাত্র ১৫০ ডলার খরচ পড়েছে অ্যাপটি তৈরি করতে। কিন্তু এই মুহূর্তে সেটির বাজারমূল্য ১৫ মিলিয়ন ডলার। সোশ্যাল মিডিয়ায় মানুষের মতামত জেনে, প্রয়োজন অনুভব করেই অ্যাপটি তৈরি করেন তাঁরা।  সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ব্রিটেন, ভারত, আমেরিকাতেও জনপ্রিয়তা বাড়ছে অ্যাপটির। 

    পরিসংখ্যান বলছে, চিনে যে হারে নগরায়ন ঘটেছে, তাতে একাকী মানুষের বাস, এমন বাড়ির সংখ্যা প্রায় ১০ কোটি। ছেলেমেয়েরা শহরে পড়তে বা কাজের সন্ধানে বেরিয়ে গেলে, বাড়িতে একাকী রয়েছে যান মা-বাবা, বয়স্ক সদস্যরা। মৃত্যুর বহু দিন পর বন্ধ দরজা ভেঙে দেহ উদ্ধারের ঘটনা সামনে এসেছে একাধিক। আবার ছেলেমেয়ে একা শহরে থাকলে চিন্তায় থাকেন বাড়ির লোকজন। তাই অ্যাপটির জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। কেউ কেউ আবার কৌতূহল মেটাতেও অ্যাপটি ঘেঁটেঘুঁটে দেখছেন।

    Click here to Read More
    Previous Article
    Donald Trump On Modi: গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ডে নরেন্দ্র মোদিকে চান ডোনাল্ড ট্রাম্প! পাঠালেন চিঠি
    Next Article
    Iran Death Toll: ইরানে সরকার বিরোধী আন্দোলনে নিহত কমপক্ষে ৫০০০, আমেরিকা-ইজ়রায়েলকে দুষছেন আয়াতোল্লা

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment