Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Cameron Green: ইডেনে নামার জন্য মুখিয়ে রয়েছেন, কলকাতার সমর্থকদের জন্য় কী বার্তা দিলেন গ্রিন?

    6 days ago

    কলকাতা: কেকেআর কোচ অভিষেক নায়ার আগেই আভাস দিয়েছিলেন যে ক্যামেরন গ্রিনকে দলে নেওয়ার জন্য যেনতেন ভাবে চেষ্টা করবে দল। ঠিক সেটাই নিলামের টেবিলেও দেখা গেল। ২ কোটি টাকা বেস প্রাইসের গ্রিনকে নেওয়ার জন্য ২৫ কোটি ২০ লক্ষ টাকা খরচ করল কেকেআর। বিদেশি ক্রিকেটারদের মধ্য়ে নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটার এখন অজি অলরাউন্ডারই। টেক্কা দিলেন স্বদেশীয় মিচেল স্টার্ককে। যাঁকে ২০২৪ মরশুমে কেকেআরই ২৪ কোটি ৭৫ লক্ষ মূল্যে দলে নিয়েছিল। 

    নতুন দলে আসার পর প্রথম বার্তা দিলেন ক্যামেরন গ্রিন। অজি তারকা নিজের সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন, ''কেকেআরের জার্সিতে আগামী আইপিএলে মরশুমে খেলার জন্য উত্তেজিত আমি। ইডেন গার্ডেন্সে নামার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি আগামী আইপিএল মরশুমটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমি কেকেআর!''

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Kolkata Knight Riders (@kkriders)

    ২০২৪ মরশুমে অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নেয় শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। ২০২৫ মরশুমে গত বার এই দলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন বেঙ্কটেশ আইয়ার। তিনি পেয়েছিলেন ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা। তবে এবার সব রেকর্ডই ভেঙে গিয়েছেগ্রিনকে নিতে ২৫ কোটি ২০ লক্ষ খরচ করেছে নাইট শিবির। এবার সবাইকে টেক্কা দিয়েছেন ক্যামেরন গ্রিনআইপিএলে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই গ্রিনের। ২০২৩, ২০২৪ সালে আইপিএলে খেলেছিলেন অজি অলরাউন্ডার। প্রথম মরশুমে মুম্বইয়ের জার্সিতে খেলেছিলেন আইপিএল গত মরশুমে খেলেছেন আরসিবিতে। মোট ৭০৭ রান ও ঝুলিতে পুরেছেন ১৬ উইকেট

    এদিকে, গ্রিনের পর ১৮ কোটি টাকা মূল্যে মাথিশা পাথিরানাকে দলে নিল কেকেআরলখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কড়া দর কষাকষির পর পাথিরানাকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে নাইট বাহিনী। আইপিএলের নিলামের ইতিহাসে কোনও শ্রীলঙ্কান ক্রিকেটারের জন্য এটাই সর্বকালের সর্বাধিক দাম। ওয়ানিন্দু হাসারাঙ্গার রেকর্ড ভেঙে দিলেন পাথিরানা। বর্তমানে পাথিরানা বেশ ভাল ছন্দেও রয়েছেন। গতকালই আইএলটি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে মেডেন উইকেটসহ চার ওভারে ম্যাচ জেতানো তিন উইকেট নেন তিনি। নাইট ম্য়ানেজমেন্ট কিন্তু আসন্ন আইপিএলেও পাথিরানার থেকে এমনই পারফরম্যান্সের আশা করবে। আইপিএলে ২২ বছর বয়সি তারকা ফাস্ট বোলার ৩২ ম্যাচ খেলে ৪৭টি উইকেটও নিয়েছেন। তাঁকে সিএসকে ছেড়ে দেওয়ায় অনেকেই খানিকটা অবাক হয়েছিলেন। এবার তাঁকে দলে নিয়ে নিল কেকেআর

    Click here to Read More
    Previous Article
    IPL এর ইতিহাসে সবচেয়ে দামি, মিনি নিলামে ক্যামেরন গ্রিনের উপর টাকার বৃষ্টি
    Next Article
    IPL 2026 Auction: আইপিএলের ইতিহাসে গত ১৮ মরশুমে কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার কে কে ছিলেন?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment