Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Calcutta High Court: ‘শুভেন্দু অধিকারীকে থানায় ডাকতে পারবে না পুলিশ’, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের

    5 days ago

    কলকাতা: প্রাক্তন IPS তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুভেন্দু অধিকারীকে থানায় ডাকতে পারবে না পুলিশ। জিজ্ঞাসাবাদ যা করার, তা ভার্চুয়াল মাধ্যমেই করতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ওই মামলায় সাত দিনের মধ্যে চাঁচল থানায় বিরোধী দলনেতাকে হাজির হতে হবে বলে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু আদালত জানাল, থানায় ডাকা যাবে না শুভেন্দুকে। আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। (Suvendu Adhikari)

    প্রসূনকে নিয়ে যে মন্তব্য করেছিলেন শুভেন্দু, তা নিয়েই আদালতে যান তৃণমূল নেতা। সেই মামলায় শুভেন্দুকে হাজির হতে বলে চাঁচল থানা। পুলিশের সেই নোটিস নিয়ে আদালতে যান শুভেন্দু। আর তাতেই এদিন আদালত জানিয়ে দিল, শুভেন্দুকে থানায় ডাকতে পারবে না পুলিশ। (Calcutta High Court)

    মালদা সফরে গিয়ে সম্প্রতি প্রসূনকে আক্রমণ করেন শুভেন্দু। প্রসূনকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন যেমন, তেমনই বিতর্কিত মন্তব্যও শোনা যায় তাঁর মুখে। শুভেন্দু বলেন, "খগেনদাকে ভুয়ো ভোটে হারিয়ে দিত। গণনার আগের দিন এই প্রসূন...একজন ডাকাত, চরিত্রহীন, লম্পট। ইয়াসিনকে নিয়ে লুঠ করতে গিয়েছিল। এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ছিলে, যাকে সকলে বলে চরিত্রহীন প্রসূন। এখন নেতা হয়েছেন, রাজ্য সরকারের পদে রয়েছেন। ১ লাখ ১০ হাজার টাকা বেতন পান। আবার চাঁচল, হরিশচন্দ্রপুরে তৃণমূলের কো-অর্ডিনেটর হয়েছেন।"

    এর পাল্টা প্রসূন জানান, তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন শুভেন্দু। ভিত্তিহীন অভিযোগ তুলেছেন, যা মানুষের মনে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। শুভেন্দু সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানেন বলেও অভিযোগ করেন তিনি। সেই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রসূন। সেই মতো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়। নোটিস পাঠানো হয় শুভেন্দুকে। সশরীরে হাজিরা দেওয়ার পাশাপাশি, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে বলা হয়। সেই নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে, বিষয়টিকে গুরুত্বও দিতে চাননি তিনি। এর পর পুলিশের সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান শুভেন্দু। 

    কয়েক বছর আগে শুভেন্দুকে যে রক্ষাকবচ প্রদান করেছিল কলকাতা হাইকোর্ট, গত বছর ২ অক্টোবর সেই রক্ষাকবচ উঠে যায়। ফলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপে কোনও বাধা ছিল না। আদালতের অনুমতি ছাড়াই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের এবং সেই মতো পদক্ষেপ করায় ছাড়পত্র মেলে। তবে প্রসূনের দায়ের করা মামলায় শুভেন্দুকে থানায় ডাকা যাবে না বলে এবার জানাল আদালতই।

    Click here to Read More
    Previous Article
    IPAC Case: ভোটের সময়ই কেন আইপ্যাকে হানা ED? প্রশ্ন সিব্বলের, সলিসিটর জেনারেল বললেন, ‘এখন পশ্চিমবঙ্গে কোনও নির্বাচন নেই’
    Next Article
    SIR Documents: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর SIR -নথি হিসেবে গণ্য হবে না, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment