Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    BPL 2026: বিপিএলের ম্যাচ শুরুর কয়েক মিনিট আগেই বিপত্তি, প্রাণ হারালেন ঢাকা ক্যাপিটালসের কোচ

    1 day ago

    সিলেট: কয়েক মিনিট আগেই দলের মরশুমের প্রথম ম্যাচের জন্য শেষবেলার প্রস্তুতি সারছিলেন। তবে হঠাৎই বিপত্তি। মাঠেই লুটিয়ে পড়লেন মেহবুব আলি জ়াকি (Mahbub Ali Zaki)। আর উঠতে পারেননি তিনি। 

    আজ রাজশাহী ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে নিজেদের বিপিএল (BPL 2026) মরশুম শুরু করার কথা ছিল ঢাকা ক্যাপিটালসের (Dhaka Capitals)। সিলেট আন্তর্জাতিক মাঠে সেই ম্যাচ শুরুর ঠিক আগেই রিপোর্ট অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হন ঢাকার সহকারী কোচ মেহবুব। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দলের সহকারী স্টাফ এবং মেডিক্যাল দল সঙ্গে সঙ্গে সিপিআর দিয়ে তাঁর হৃদযন্ত্র চালু করার চেষ্টা করেন। তাঁকে আল হারামিন হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৫৯ বছর বয়সি জ়াকিকে মৃত বলে ঘোষণা করা হয়।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জ়াকির মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে জানানো হয় বেলা একটা নাগাদ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট মাঠেই জ়াকির মৃত্যু হয়। তাঁর মৃত্যুর জন্য বাংলাদেশ বোর্ডের তরফে শোকজ্ঞাপন করা হয়। জ়াকি ঢাকা ক্যাপিটালসের কোচ হওয়ার পাশাপাশি বাংলাদেশের গেম ডেভেলপমেন্ট বিভাগের বিশেষজ্ঞ ফাস্ট বোলিং কোচও ছিলেন বলে বোর্ডের তরফে জানানো হয়।

     

    জ়াকির এই ঘটনা সকলকেই অবাক করে দেয়। ঢাকায় তাঁর সতীর্থরা জানান জ়াকি এর আগে কিন্তু কোনওরকম শারীরিক সমস্যা বা অস্বস্তির কথা কাউকেই জানাননি। এই ঘটনা জানাজানি হওয়ার পর সিলেট, নোয়াখালি, চট্টগ্রাম দলের একাধিক খেলোয়াড় হাসপাতালে ছোটেন। তবে জ়াকিকে আর ফিরিয়ে আনা যায়নি।

    জ়াকি ২০১৬ সালে বাংলাদেশের তারকা ফাস্ট বোলার তাসকিন আমেদের বোলিং অ্যাকশন নিয়ে যখন সন্দেহ প্রকাশ করা হয়, রিপোর্ট করা হয়, তখন তাঁর সঙ্গে কাজ করেছিলেন। তিনি প্রোটিয়াভূমে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলেরও বোলিং কোচ ছিলেন। নিজের কেরিয়ারে কুমিল্লা জেলার হয়ে খেলেছেন তিনি। খেলেছেন আবাহনী লিমিটেডের হয়েও। বর্তমানে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন তিনি।

    তাঁর অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই বাংলাদেশ ক্রিকেট মহলে শোকের ছায়া। তাঁর স্মৃতির উদ্দেশে বিপিএলের ম্যাচের আগে নীরবতাও পালন করা হয়। তবে ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ নির্ধারিত সময় অনুযায়ীই আয়োজিত হয়। সেই ম্যাচে পাঁচ উইকেটে রাজশাহীকে পরাজিত করে ঢাকা।

    Click here to Read More
    Previous Article
    Year Ender 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, বিশ্বসেরা হরমনপ্রীতের ভারত, ক্রিকেট মাঠে কেমন কাটল ২০২৫?
    Next Article
    WTC Points Table: অস্ট্রেলিয়ার হারের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বিরাট বদল, সুবিধা হল ভারতের?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment