Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bollywood News: অভিনেত্রী থেকে রিয়েল এস্টেট এজেন্ট, বলিউড ছেড়ে বাঙালি নায়িকা এখন দুবাইয়ে, সমালোচনা করলেন ভারতের

    4 days ago

    নয়াদিল্লি: আমির খানের সঙ্গে বিজ্ঞাপন থেকে ইরফান খানের সঙ্গে অভিনয়। একের পর এক বড় বাজেটের ছবিতে জায়গা করে নেওয়া। বলিউডে বেশ ভালই নজর কেড়েছিলেন বঙ্গতনয়া রিমি সেন। কিন্তু কখন যে তিনি গায়েব হয়ে গেলেন বুঝতে পারেননি কেউই। এখন পেশাই কার্যত বদলে ফেললেন রিমি। এই মুহূর্তে দুবাইয়ে রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কর্মরত তিনি। দুবাইয়ের প্রশংসা করলেন রিমি। সমালোচনা করলেন ভারতের। (Rimi Sen)

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ‘নতুন জীবন’ নিয়ে মুখ খুলেছেন রিমি। তাঁর বক্তব্য, “দুবাই সাদরে গ্রহণ করে সকলকে। যে কারণে এখানকার জনসংখ্যার ৯৫ শতাংশই প্রবাসী এবং বাকিরা আমিরশাহির। সকলকে সাদরে গ্রহণ করে দুবাই। মন্দির, মসজিদ সব রয়েছে। এই দেশ সবার কথা ভাবে, মানুষের জীবনকে উন্নততর, সহজতর, আরামদায়ক করার কথা ভাবে।” (Bollywood News)

    দুবাইকে যেমন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রিমি, তেমনই ভারতকে নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন। তাঁর কথায়, “আমাদের দেশে এসব দেখতে পাই না। কারণ সরকার রাতারাতি নীতি বদলে দেয়, মানুষের জীবনকে আরও কঠিন করে তোলে। হাজার হাজার কর, বহু জটিলতা রয়েছে। ভারত আর ব্যবসাবান্ধব দেশ নেই।”

    দুবাইয়ের সঙ্গে ভারতের রিয়েল এস্টেট ব্যবসার পার্থক্যও বোঝান রিমি। তিনি বলেন, “এখানে রিয়েল এস্টেট ব্যবসা মসৃণ ভাবে চলে। কারণ শৃঙ্খলা রয়েছে। এজেন্ট, এজেন্সির সঙ্গেই সব কাজ হয়। ডেভলপার্স এবং এজেন্সিরা নিজ নিজ কাজ করে। নির্দিষ্ট নিয়ম রয়েছে। ভারতে দু’মাসের ব্রোকারেজ চাইলে মানুষ এমন ভাবে তাকান, যেন অপরাধ করে ফেলেছে কেউ।”

    ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘গোলমাল’, ‘ফির হেরাফেরি’, ‘জনি গদ্দারে’র মতো ছবিতে অভিনয় করেছেন রিমি। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এও দেখা যায় তাঁকে।  তবে বহু বছর স্ক্রিনে দেখা যায়নি তাঁকে। শেষ বার ২০১১ সালে তিগমাংশু ধুলিয়ার 'শাগরিদ' ছবিতে দেখা গিয়েছিল। সম্প্রতি যাও বা খবরের শিরোনামে উঠে আসেন, তা নিজের চেহারার জন্য়। রিমি প্লাস্টিক সার্জারি করেছেন বলে জোর গুঞ্জন শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে সব ছবি আপলোড করেন তিনি, তা দেখে আগের রিমিকে মেলাতে পারছিলেন না অনেকেই। 

    যদিও রিমির দাবি, তিনি প্লাস্টিক সার্জারি করাননি। শুধু ফিলার্স, বোটক্স, PRP ট্রিটমেন্ট করিয়েছেন শুধুমাত্র। এই সব চিকিৎসা করিয়ে, শৃঙ্খলা মেনে চললেই চেহারায় পরিবর্তন আসতে বাধ্য বলে দাবি তাঁর। 

    Click here to Read More
    Previous Article
    Bhanupriya Bhooter Hotel | "কেউ যদি ভাল কাজ করে, তাহলে তাকে মাটি খুঁড়েও লোকে বের করে আনবে"
    Next Article
    Mudra Loan : কোনও গ্যারান্টি ছাড়াই এই স্কিমে পাওয়া যায় ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ, অষ্টম শ্রেণি উত্তীর্ণরাও পাবে সুবিধা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment