Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Bishnupur Mela 2025: বিষ্ণুপুরের অভিজাত শাড়ির তালিকায় এবার আদিবাসীদের পাঞ্চি শাড়ি, র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রীও

    17 hours ago

    তুহিন অধিকারী, বাঁকুড়া : বালুচরী, স্বর্ণচরীর মতো বিষ্ণুপুরের অভিজাত শাড়ির তালিকায় নাম তুলল আদিবাসী সম্প্রদায়ের জনপ্রিয় পাঞ্চি শাড়িও। এবার বিষ্ণুপুর মেলায়, পাঞ্চি শাড়ি পরে র‍্যাম্পে হাঁটলেন মডেলরা। মডেলদের সঙ্গে রেড কার্পেটে যোগ দিলেন খাদ্য় সরবারহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও। বালুচরীর মাহাত্ম্য, শিল্পকলা সকলের সামনে তুলে ধরতে বেশ কিছু বছর ধরেই, বিষ্ণুপুর মেলায় শাড়ির ফ্যাশন শো হয়ে আসছে। এবার সেই অভিজাত শাড়ির তালিকায় ঢুকে পড়়ল আদিবাসী সম্প্রদায়ের জনপ্রিয় শাড়ি পাঞ্চিও। বিষ্ণুপুর মেলার আলো ঝলমলে রেড কার্পেটে ক্যাট ওয়াকে উঠে এল আদিবাসীদের ঐতিহ্যবাহী পাঞ্চি শাড়ি। র‍্যম্পে হাঁটলেন খোদ রাজ্যের মন্ত্রীও। 

    বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরী ও স্বর্ণচরী শাড়িকে বিশ্বের বাজারে তুলে ধরতে গত কয়েক বছর ধরেই বিষ্ণুপুর মেলায় আয়োজিত হয়ে আসছে ফ্যশান শো। এবার অভিজাত বালুচরী ও স্বর্ণচরীর সেই তালিকায় ঢুকে পড়ল আদিবাসী পাঞ্চি শাড়ির নামও। বিষ্ণুপুর মেলার আলো ঝলমলে আধুনিক মঞ্চের রেড কার্পেটে পাঞ্চি শাড়ি গায়ে ক্যাট ওয়াক করলেন একের পর এক মডেল। আদিবাসীদের ঐতিহ্যবাহী ওই শাড়ি গায়ে র‍্যম্পে হাঁটলেন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও। 

    আদিবাসীদের ঐতিহ্যবাহী শাড়িগুলির মধ্যে অন্যতম পাঞ্চি শাড়ি। সুতি অথবা ক্ষেত্র বিশেষে তসরের তৈরি এই বিশেষ ধরনের শাড়ি মূলত বিভিন্ন উৎসব ও সামাজিক অনুষ্ঠানের পোষাক হিসাবে ব্যবহার করেন আদিবাসী রমণীরা। সময়ের সঙ্গে সঙ্গে এই পোষাকের ব্যাপ্তি ছড়িয়েছে আদিবাসীদের মধ্যেও। পাঞ্চি শাড়ির বিশেষত্ব এবং তা পরার বিশেষ ধরনের কৌশল এখন আদিবাসীদের মধ্যেও বেশ জনপ্রিয়। ফলে পাঞ্চি শাড়ির বাজার ক্রমবর্ধমান। অনলাইন বিভিন্ন ওয়েবসাইটেও এখন দেদার মেলে এই শাড়ি। এবার বিশ্বের সেই বাজারে আদিবাসী এই পোষাককে আরও জনপ্রিয় করে তুলতে বিষ্ণুপুর মেলায় আয়োজিত হল পাঞ্চি শাড়ির ফ্যাশান শো। 

    পাঞ্চি শাড়ি গায়ে আলো ঝলমলে মঞ্চে দক্ষ পায়ে ক্যাট ওয়াক করলেন মডেল তরুণ-তরুণীরা। মডেল বাছাই করার ক্ষেত্রেও বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছিল আদিবাসী তরুণ-তরুণীদের। অডিশানের একের পর এক ধাপ পেরিয়ে নির্বাচিত তরুণ, তরুণীদের রীতিমতো গ্রুমিং করে তারপর পাঠানো হয়েছিল ফ্যাশন শো-এর র‍্যম্পে। পাঞ্চি শাড়ি গায়ে অভিজ্ঞ দক্ষ মডেলদের সঙ্গে জীবনে প্রথমবার র‍্যাম্প শেয়ার করতে নেমে নতুন প্রজন্মের মডেলরাও নজর কাড়লেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিষ্ণুপুরে মেলা দেখতে আসা দর্শকদের। পাঞ্চি শাড়ি গায়ে র‍্যাম্পের ওয়াকে দেখা গেল রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকেও। আলো ঝলমলে মঞ্চে এভাবে আদিবাসীদের পোষাকের ফ্যাশান শো-তে অংশ নিতে পেরে খুশি মডেল তরুণ, তরুণী থেকে শুরু করে খোদ রাজ্যের মন্ত্রীও। 

    Click here to Read More
    Previous Article
    Ashes 2025: ১৮ ম্য়াচ পরে জয়ের মুখ দেখল ইংল্যান্ড, মেলবোর্ন টেস্টে হার অস্ট্রেলিয়ার
    Next Article
    Humayun Attacks Mamata: ‘মমতার আমলেই RSS-এর বাড়বাড়ন্ত, মুখে মুসলিমপ্রীতি, আসলে সনাতনী তোষণ’, বলছেন হুমায়ুন কবীর

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment