Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bengal SIR Row: SIR-এ চূড়ান্ত তালিকায় কত "নাম বাদ যেতে পারে বাংলায়" ? মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে মুখ খুললেন স্পেশাল রোল অবজার্ভার

    22 hours ago

    কলকাতা: লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ব্যাখ্যা পর্যবেক্ষকের। 'কীভাবে মুখ্যমন্ত্রী বলছেন জানি না, নথি থাকলে অসুবিধে নেই। শুনানিতে নথি দিয়ে ভুল ধরিয়ে দিতে পারলে, অসুবিধে নেই। কোথাও কোথাও অশান্তির খবর এসেছে, কিন্তু সব জায়গায় নয়', লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে ব্যাখ্যা স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তর। 

    [yt]https://youtu.be/8cSQRU_O7Dc?si=9TZwCBJqbPMy-cQ2[/yt]

    আরও পড়ুন, "আজ সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে, তাঁকে হিয়ারিংয়ে ডাকা হত?", নেতাজির জন্মদিনে বড় প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত এদিন বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, দক্ষিণবঙ্গে কোনও কোনও জায়গায়, এরকম অশান্তির খবর পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গেরও দুয়েক জায়গায় পাওয়া গিয়েছে। কিন্তু আমি যেসব জেলায় ঘুরেছি, কোচবিহারে-আলিপুরদুয়ারে, জলপাইদুয়ারে, মালবাজার সাব ডিভিশনে, এই সব জায়গায় কোনও অশান্তি দেখিনি। 

    প্রশ্ন: কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে কেন এটা লজিকাল ডিসক্রিপেন্সি করা হল ?

    স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত: এটা ইলেকশন কমিশনই বলতে পারবে। কারণ ডেটাবেস তাঁদের কাছে। আমাদের এখানে একটা বড় সমস্যা, আমরা দেখতে পাচ্ছি। লজিকাল ডিসক্রিপেন্সির মধ্যে ৫ রকম ভাগ আছে। 

    প্রশ্ন: মুখ্যমন্ত্রী বলছেন, ২ কোটির বেশি মানুষের নাম বাদ যাবে, কী বলবেন  ?

    স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত: এটা উনি কীভাবে বলছেন, আমি বলতে পারব না। নোটিশ এখনও অবধি দেওয়া হয়েছে, ৩২ আনম্যাপড, প্রায় ১ কোটি যেটা লজিকাল ডিসক্রিপেন্সি। এবং আনম্যাপড যারা, তাঁদের মধ্যে একটা হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না, বা যাদের কাছে কোনও না কোনও নথি থাকবে না, তাঁরা বাদ যেতে পারেন। কিন্তু লজিকাল ডিসক্রিপেন্সির কেসে, যদি কোনও ব্যাক্তি ওই ভুলটা ধরিয়ে দিতে পারেন, বা ভুলটা কেন হয়েছে, দেখিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে তাঁদের নাম বাদ যাওয়ার কিছু নেই। যেহেতু ১ কোটি এবং ৩২ লক্ষ -এই হচ্ছে টোটাল, আরে অঙ্কের হিসেবে এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে না। 

    Click here to Read More
    Previous Article
    Saraswati Puja 2026 : পুলিশি নজরদারিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো ! হঠাৎ ক্যাম্পাসে বীরভূমের কাজল শেখ
    Next Article
    Ray & Martin New APP | বই পড়ার পাশাপাশি স্ক্যান করলেই হাতে নির্দিষ্ট টপিকের ওপর তৈরি ভিডিও ! নতুন APP আনল রায় অ্যান্ড মার্টিন

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment