Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bengal SIR Row: 'লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তথ্য সংগ্রহ ও যাচাই করতে হবে BLO-দের', নতুন নির্দেশিকা কমিশনের

    1 week ago

    রুমা পাল, কলকাতা: 'লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তথ্য সংগ্রহ ও যাচাই করতে হবে BLO-দের', BLO-দের নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের। 'অ্যাপে আপলোড করার আগে সমস্ত তথ্য সার্টিফাই করতে হবে BLO-দের। কীসের ভিত্তিতে ম্যাপিং করে অ্যাপে দেখানো হচ্ছে, কারণ দর্শাতে হবে। ২০০২ সালের ও ২০২৫ সালের তথ্যও মিলিয়ে দেখতে হবে BLO-দের।'

    [yt]https://youtu.be/39-dFe9HMMA?si=_TA2p5e9bFRnaPCM[/yt]

    আরও পড়ুন, চম্পাহাটিতে বাজি বিস্ফোরণ কাণ্ডে ১ আহত-র মৃত্যু ! হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হল না গৌরহরি গঙ্গোপাধ্যায়ের

    বিএলও অ্যাপে নতুনভাবে সংযোজন করা হল, সেটা হল ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং, কোয়ালিটি চেক ইলেকটারস ফোটো। এবং বিএলও ঐক্যমঞ্চ তাঁরা জানাচ্ছেন, সেক্ষেত্রে যেহেতু বিএলও-দের তরফ থেকে বলা হয়েছে, একেবারে ২০০২ সালের ক্ষেত্রে এইরকম কোনও ভোটার থাকে, যাদের আনম্যাপ ছিল, কিন্তু কোনও ম্যাপিংয়ের লিক যদি পাওয়া যায়, তাহলে তাঁদের যে তথ্য এবং তার সঙ্গে সেই ভোটারের ২০২৫ এর তথ্য, সবকিছু কিন্তু এবার আপলোড করতে হবে। এবং আপলোড করার পর অবশ্যই ফোটো সহ যেমন আপলোড করবে, তার সঙ্গে সার্টিফাই করতে বিএলও-দের। এটা তাঁদের নতুন দায়িত্ব। এবং এই নিয়ে বিএলএ ঐক্যমঞ্চ সোচ্চার হয়েছেন, দিনদিন বিএলও-দের উপর এই ধরণের নতুন দায়িত্ব, চাপানো হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে অপশনের পর অপশন কমিশনের তরফ থেকে আসছে। 

    প্রসঙ্গত, ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার আধিকারিক ও ১ কর্মীর বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে এই এফআইআর করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় গরমিলে অভিযুক্ত সরকারি অফিসারদের সাসপেনশন ও FIR নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।SIR-এ নাম নথিভুক্তির করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ৪ আধিকারিক ও ১ কর্মীর বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসককে FIR করার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্তচৌধুরী, AERO তথাগত মণ্ডল, ক্য়াজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার, পূর্ব মেদিনীপুরের ময়নার ERO বিপ্লব সরকার, AERO সুদীপ্ত দাস এই পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দুই জেলার জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিককে FIR করতে বলেছে কমিশন। এই নিয়ে রিপোর্টও চাওয়া হয়েছে।

    কমিশন সূত্রে খবর,এই ৪ জন সরকারি অফিসার এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর ভোটার তালিকায় ভুয়ো নাম নথিভুক্ত করেছিলেন। নিয়মভঙ্গের অভিযোগে, অভিযুক্ত আধিকারিকদের শোকজ করেছিল নির্বাচন কমিশন।তাঁদের বিরুদ্ধে রাজ্যের তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকে FIR করারও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশিকা কার্যকর হয়নি। উল্টে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

     

     

    Click here to Read More
    Previous Article
    PM Modi: আজ গুজরাতের সোমনাথে, শৌর্য যাত্রা-র যোগ দিলেন প্রধানমন্ত্রী, সোশ্যালে ছবি পোস্ট মোদির
    Next Article
    Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় জাঁকিয়ে শীতের স্পেল শুরু হবে রাজ্যে ! কমবে তাপমাত্রা, মকর সংক্রান্তিতে আরও পারদ পতনের আশঙ্কা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment