Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Beldanga Violence: বেলডাঙাকাণ্ডে এবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে

    1 week ago

    সৌভিক মজুমদার ও পার্থপ্রতিম ঘোষ, মুর্শিদাবাদ: বেলডাঙা-কাণ্ডে এবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বেলডাঙার ঘটনার পরও, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশের দাবি জানিয়ে বিজেপি ও বেলডাঙার স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হল। 

    [yt]https://youtu.be/SY8PsS4Ep4M?si=dlGkWP-2pBfhS3sp[/yt]

    আরও পড়ুন, ভোররাতে গভীর ঘুমে পুত্রবধূ ও তাঁর মা, আচমকাই কুড়ুলের কোপ ! "খুন" হবার আগে কি আর্তনাদের সুযোগটাও কি পেয়েছিলেন ? ভয়াবহ ঘটনা নদিয়ায়

    বেলডাঙা-কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, ধৃতের সংখ্য়া বেড়ে ৩১

    মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে গোটা ঘটনায় আরও একজনকে গ্রেফতার করায় ধৃতের সংখ্য়া বেড়ে হল ৩১।  এই আবহে রবিবার, বেলডাঙার ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসে পুলিশ। বিক্ষোভের নামে বেলাগাম তাণ্ডব! গুন্ডামি!নৈরাজ্যের আগুনে পরপর দু'দিন জ্বলেছে মুর্শিদাবাদের বেলডাঙা। আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যম। এবার, সেই অশান্তির জলই গড়াল কলকাতা হাইকোর্টে।বেলডাঙা-কাণ্ডে এবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের হল। এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 

    বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে, রাজ্য়পালকে চিঠি লেখেন শুভেন্দু অধিকারী

    বেলডাঙার ঘটনার পরও, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশের দাবি জানিয়ে বিজেপি ও বেলডাঙার স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হল। মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। গত শনিবার, বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে, রাজ্য়পালকে চিঠি লেখেন শুভেন্দু অধিকারী। সেই চিঠিতে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে দাঙ্গার প্রসঙ্গ তুলে ধরেছিলেন বিরোধী দলনেতা।সোমবারের আবেদনেও একই নির্দেশের আর্জি জানিয়েছেন আবেদনকারীরা। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। 

    বেলডাঙায় অশান্তির ঘটনায়, এবার থানার মধ্যে ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসল পুলিশ
     
    অন্যদিকে, বেলডাঙায় অশান্তির ঘটনায়, এবার থানার মধ্যে ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসল পুলিশ। বেলডাঙায় অশান্তির ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৩১. বাকি অভিযুক্তেরর খোঁজে একাধিক সিসিটিভি ক্যামেরা ফুটেজ ও সোশাল মিডিয়াতেও কড়া নজর রাখছে পুলিশ। অন্যদিকে, সোমবার বেলডাঙা স্টেশনে আসেন BSF-এর এক অফিসার। বেলডাঙার পরিস্থিতি নিয়ে RPF এর সঙ্গে বৈঠকে বসেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    Bengal SIR Row: ফর্ম ৭ জমার শেষ দিনে দিকে দিকে ধুন্ধুমার, সময় বাড়ানোর আর্জিতে কমিশনকে চিঠি BJP-র
    Next Article
    TMC News: অভিষেককে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান, শিক্ষা দিতে নামলেন তৃণমূলের মহিলা কর্মীরা? মারধরের অভিযোগ

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment