Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Bangladesh News: হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালানোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

    13 hours ago

    Bangladesh News: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ডাক ইনকিলাব মঞ্চের। 'আমরা সারারাত এখানে বসে থাকব। সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে। খুনিরা গ্রেফতার না হওয়া না পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে', ঘোষণা ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের। 

    ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে তৈরি হয়েছিল সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। সেই সংগঠনেরই মুখপাত্র ছিলেন শরিফ ওসমান হাদি। গত বছর অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। কার্যত সেই সময় থেকেই উত্থান ইনকিলাব মঞ্চ এবং তার মুখপাত্রের। এবছর অর্থাৎ ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদি। খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করা হয় বলে খবর। চিকিৎসার জন্য এয়ার লিফট করে হাদিকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়, ১৮ ডিসেম্বর। 

    অন্যদিকে ফের একবার কড়া ভাষায় মহম্মদ ইউনূসকে আক্রমণ করেছেন নিহত ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদি। দেশের অভ্যন্তরেই চাপে রয়েছেন ইউনূস। কারণ তাঁর দিকে আবারও আক্রমণ শানিয়েছেন ওসমান হাদির ভাই। ইউনূস সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে ওমর বিন হাদি বলেছেন, 'ওসমান হাদির খুনিদের গ্রেফতারিতে আপনার উপর চাপ থাকতে পারে। চাপ থাকলে আন্তর্জাতিক তদন্ত সংস্থার হাতে তদন্তভার দিন'। ঢাকার শাহবাগ চত্বরের অবস্থান মঞ্চ থেকে হুঙ্কার দিয়েছেন ওসমান হাদির ভাই। ওসমান হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। 

    নতুন করে ঝামেলার খবর পাওয়া গিয়েছে ফরিদপুর থেকে। সেখানে রক সঙ্গীত শিল্পী জেমসের কনসার্টে তাণ্ডব চালিয়েছে কিছু বহিরাগত। নৈরাজ্যের বাংলাদেশে এবার জেমসের কনসার্টে হামলা। বাংলাদেশের ফরিদপুরের একটি স্কুলে জেমসের কনসার্টে হামলা করা হয়েছে। ফরিদপুর জেলা স্কুলের অনুষ্ঠানে ঢুকতে না পেরে ইটবৃষ্টি করে বেশ কিছু জন। স্কুলের গেট ভাঙার চেষ্টা করেছিল বহিরাগতরা। বাধা দেওয়ায় ইট, পাথর ছোড়ে তারা, এমনটাই অভিযোগ। জেমসের কনসার্টে হামলা, ধস্তাধস্তি, মারধর, ভাঙচুর সবই হয়ে গিয়েছে শুক্রবার রাতে। জেমসের কনসার্টে বহিরাগতদের ইটবৃষ্টিতে জখম হয়েছেন প্রায় ৩০জন। তাঁদের মধ্যে কেউ কেউ স্কুলেরই ছাত্র বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। 

    Click here to Read More
    Previous Article
    গতকালের থেকে দাম বাড়ল না কমল ? আজ সোনা-রুপো কিনলে কত খরচ ? স্বস্তি পাবেন গ্রাহকরা ?
    Next Article
    IND vs NZ: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য কবে ঘোষিত হবে ভারতীয় দল?

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment