Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bangladesh General Elections: ভোটমুখী বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার-পরিজনকে ফেরানোর সিদ্ধান্ত, বড় কিছু ঘটতে পারে কি?

    5 days ago

    নয়াদিল্লি: সাধারণ নির্বাচনের প্রস্তুতি চলছে বাংলাদেশে। আর সেই আবহেই সেখান থেকে কূটনীতিক এবং আধিকারিকদের পরিবার, তাঁদের উপর নির্ভরশীল লোকজনকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত ভারতের। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে, সতর্কতামূলক ভাবেই এই পদক্ষেপ বলে খবর। (India-Bangladesh Relations)

    আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন বাংলাদেশে। ওই দিন আবার গণভোটেরও ঘোষণা করেছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে ভাবী প্রধানমন্ত্রীদের কার্যকালের নির্দিষ্ট মেয়াদ, সংবিধান সংশোধন সংক্রান্ত বিধিতে সম্মতি জানাতে পারবেন সাধারণ মানুষ। সেই নিয়ে প্রস্তুতি যখন জোরকদমে এগোচ্ছে, সেখান থেকে নিজের দেশের কূটনীতিক এবং আধিকারিকদের পরিবারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল ভারত। (Bangladesh General Elections)

    দিল্লি সূত্রে খবর, সতর্কতামূলক ভাবেই এই 'উদ্ধারকার্য' চালানোর সিদ্ধান্ত। বাংলাদেশে স্থিত ভারতীয় হাইকমিশন এবং অন্য সব মিশন থেকে কূটনীতিক এবং অন্য আধিকারিকদের পরিবার ও তাঁদের উপর নির্ভরশীলদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। দিল্লি সূত্রে খবর, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি বিবেচনা করে, সতর্কতামূলক ভাবেই এমন পদক্ষেপ। তবে ঢাকায় ভারতীয় হাই কমিশন এবং অন্য পদে অধিষ্ঠিত যাঁরা, তাঁদের কাজকর্ম আগের মতোই চলবে।

    ঢাকায় হাই কমিশনের পাশাপাশি, চট্টগ্রাম, খুলনা, রাজশাহি, সিলেটেও ভারতীয় কূটনীতিকরা মোতায়েন রয়েছেন। দিল্লি সূত্রে খবর, ভারতীয় কূটনীতিক এবং আধিকারিকদের জন্য বাংলাদেশকে 'Non-Family Destination' ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কূটনীতিক এবং আধিকারিকদের পরিবার নিয়ে গিয়ে থাকার অনুপযুক্ত বাংলাদেশ। পাকিস্তান আগে থেকেই ওই তালিকায় রয়েছে। 

    শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের বোঝাপড়ায় ছেদ পড়েছে। সেখানে কূটনৈতিক কাজকর্ম চালিয়ে যাওয়াতেও বাধা এসেছে লাগাতার। বিশেষ করে গত বছর ডিসেম্বেরে ইসলামি যুব নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে সেখানকার কট্টরপন্থীদের ভারতবিরোধী মনোভাব আরও প্রকট হয়ে উঠেছে। লাগাতার হুমকি-হুঁশিয়ারি উড়ে আসছিল। হাজির খুনিরা ভারতে আশ্রয় নিয়েছে বলেও দাবি করা হয়। সেই নিয়ে গত ১৭ ডিসেম্বর মিছিল করে ভারতীয় হাই কমিশনে যায় ‘জুলাই ঐক্য মঞ্চ’।

    এমতাবস্থায় ভারতীয় কূটনীতিক এবং আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে ঢাকাকে বার্তাও দেয় দিল্লি। কিন্তু তার পরও পরিস্থিতির উন্নতি হয়নি তেমন। কারণ এর পর দফায় দফায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলার খবর আসতে শুরু করে। ময়মনসিংহে বেধড়ক মারধরের পর পুড়িয়ে দেওয়া হয় দীপুচন্দ্র দাসকে। সেই নিয়ে পশ্চিমবঙ্গ তো বটেই, অসম এবং ত্রিপুরাতেও প্রতিবাদ শুরু হয়। এর ফলে বাংলাদেশও সাময়িক ভাবে ভিসা পরিষেবা বন্ধ রাখে। তাদের তরফেও বাংলাদেশি কূটনীতিক ও আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের বার্তা আসে।

    আর এত কিছুর মধ্যেই বাংলাদেশ থেকে নিজেদের কূটনীতিক এবং আধিকারিকদের পরিবারকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় ভারত। নির্বাচন ঘিরেও অশান্তি বাঁধতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যেই। তাই কোনও ঝুঁকি নিতে নারাজ দিল্লি। তাহলে কি নির্বাচন ঘিরেও বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে? হঠাৎ এই সিদ্ধান্ত নিতে হল কেন? উঠছে প্রশ্ন।

    Click here to Read More
    Previous Article
    Sunita Williams: অবসর নিলেন সুনীতা উইলিয়ামস, মহাকাশ অভিযানের অন্যতম পথিকৃৎ, দীর্ঘ ২৭ বছরের কেরিয়ারে ইতি
    Next Article
    Viral News: দুই যমজ বোনের সঙ্গে বিয়ে দুই যমজ ভাইয়ের, অনুষ্ঠানে হাজির যমজ আত্মীয়রাও, ছবি ভাইরাল, গিনেস বুকে উঠতে পারে নাম

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment