Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    A.R. Rahman: ১৩ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত, পিছিয়ে গেল এ আর রহমানের কলকাতা সফর!

    1 day ago

    কলকাতা: ১৩ বছর পরে কলকাতায় অনুষ্ঠান এ আর রহমানের (A R Rahman)। যত দিন এগোচ্ছে, ততই চড়ছে উত্তেজনার পারদ! এত দিন পরে কলকাতায় শো সঙ্গীতশিল্পীর, দেদার বিকোচ্ছে টিকিট! তবে তার মধ্যেই সমস্যা! কথা ছিল, ১১ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠান করতে আসবেন এ আর রহমান। কিন্তু সদ্যই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ১১ জানুয়ারি কলকাতায় আসছেন না রহমান। তাঁর অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। সময়কালটাও নেহাত কম নয়। শোনা যাচ্ছে, ১১ জানুয়ারির বদলে, ১১ এপ্রিল কলকাতায় হবে রহমানের কনসার্ট!

    অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার খবরেই দর্শকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, জানুয়ারি মাসের জন্য পরিকল্পনা করে যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁরা যে এপ্রিলে আসতে পারবেন, তাঁর কোনও নিশ্চয়তা নেই। এপ্রিলের অনুষ্ঠানে অনেকে না ও আসকে পারেন। সেক্ষেত্রে কী হতে পারে? অনুষ্ঠানের আয়োজকরা জানাচ্ছে, এপ্রিলের অনুষ্ঠানে না আসতে চাইলে, ৩০ জানুয়ারির মধ্যে ইমেল মারফত আয়োজক সংস্থাকে জানাতে হবে। তাহলেই তিনি টাকা ফেরত পেয়ে যাবেন। নির্দিষ্ট ওয়েবসাইটে জানালেও টাকা পেয়ে যাবেন উপভোক্তা। 

    কিন্তু কেন হঠাৎ পিছিয়ে গেল এ আর রহমানের কলকাতা কনসার্ট? এর নেপথ্য়ে অনেকেই অনেক তথ্য তুলে ধরেছেন। তার মধ্যে উঠে আসছে যুবভারতীর মেসি কাণ্ড। বছর শেষেও অনেকে ভুলতে পারেননি যুবভারতীতে লিওনেল মেসির আসার ঘটনাকে ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। গোটা কলকাতার কাছে কার্যত মাথা নত হয়ে গিয়েছিল কলকাতার। তবে সেই ঘটনার কারণেই কি পিছিয়ে দেওয়া হল এ আর রহমানের কনসার্ট। আয়োজকদের তরফ থেকে এখনও পর্যন্ত অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কোনও কারণ দেখানো হয়নি। 

    একটা সময়ে, নিজের ছোটবেলা নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে রহমান বলেছিলেন, 'আমার ছোটবেলা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটিয়েছি। আমি অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। বাবা, ও ঠাকুমাকে হারাই খুব অল্প বয়সেই। তখন আমার বয়স মাত্র ৯ বছর। প্রত্যেকদিনই যেন এক একটা করে আঘাত নেমে আসত পরিবারের ওপর। কিন্তু আমার মা ভীষণ আত্মবিশ্বাসী। সমস্ত কষ্ট সহ্য করে তিনি একাই আমাদের বড় করেছেন।  আমাদের রক্ষা করতে ওঁকে অনেক কিছুই করতে হয়েছে। মা ছিলেন এমন একজন নারী যিনি সমস্ত অপমান সহ্য করেছেন আমাদের বড় করে তোলার জন্য।'

     

    Click here to Read More
    Previous Article
    Bengali Web Series: জেলে থাকা অপরাধী কি নির্দোষ? সত্যিটা খুঁজে বের করবেন অমৃতা, সঙ্গে শাওন!
    Next Article
    12 Grapes Ritual: মধ্যরাতে খেতে হবে ১২টি আঙুর, তাতেই নাকি সৌভাগ্য বয়ে আনবে নতুন বছর? বিদেশি রীতি নিয়ে ভারতেও বাড়ছে হিড়িক

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment