Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Ankush Hazra: ছবি মুক্তির আগের রাতেই থানায় ছুটলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা, তারকা জুটির সঙ্গে কী এমন ঘটল ?

    2 weeks ago

    কলকাতা: আজ, ৯ জানুয়ারি, শুক্রবারই মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) অভিনীত 'নারী চরিত্র বেজায় জটিল' সিনেমাটি। তার আগের রাতেই থানায় ছুটতে হল সিনেমার দুই নায়ক ও নায়িকাকে। বিষয়টা ঠিক কী? 

    অঙ্কুশদের নতুন ছবি মুক্তির আগের রাতে অন্ধকারে ভাঙা হল অঙ্কুশ-ঐন্দ্রিলার সিনেমার কাটআউট। ৩০ ফুটের সুবিশাল 'নারী চরিত্র বেজায় জটিল' ছবিটির কাটআউট ভাঙলেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। আসন্ন ছবির প্রচারে নবীনা সিনেমার উল্টোদিকে সুবিশাল কাটআউট লাগানো হয়েছিল। কিন্তু সেই ছবি মুক্তির আগেই ওই কাটআউট ভেঙে ফেলা হয়েছে।

    এই ঘটনায় সিনেমার অভিনেতা অঙ্কুশ স্বাভাবিকভাবে হতাশ। তাঁকে বলতে শোনা যায়, 'এই গোটা ঘটনাটা একেবারেই ইচ্ছাকৃত ঘটানো হয়েছে। ৩০ ফুটের একটা কাটআউট প্রচুর দামি হয়। আমার পক্ষে সত্যি বলতে দ্বিতীয়বার করে আর এই কাটআউট লাগানো সম্ভব নয়। আমরা দুইদিন আগেই ওই কাটআউট লাগিয়েছিলাম যাতে সিনেমা মুক্তির আগে প্রচার হয় এবং এর প্রভাব থাকে। সেটা তো ২৪ ঘণ্টাও থাকল না। গোটা বিষয়টা সম্পূর্ণ ইচ্ছাকৃত করা হয়েছে। আমি এখানে অভিযোগ জানাতে এসেছি, ওরা তো অভিযোগ শুনে নিজেরাও অবাক, যে একটা সিনেমার কাটআউটে কার কী ক্ষতি হতে পারে!'

    [yt]https://www.youtube.com/watch?v=eyN_S7aFkKc[/yt]

    অপরদিকে, সিনেমার অভিনেত্রী ঐন্দ্রিলাকে বলতে শোনা যায়, 'খুব খারাপ মানসিকতার লোকজনই এমন কাজকর্ম করতে পারে। আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নেব। আমরা যদি এটা এখনই বন্ধ না করি, তাহলে এমনটা হতেই থাকবে। আর সত্যি বলছি এই বিষয়ে সবটা সামনে আনব আর যারা এটা করেছে, তাদের কোনওমতেই ছাড়ব না।

    প্রসঙ্গত, উল্লেখ্য গত বছরে বেটিং অ্যাপ মামলায় অঙ্কুশের নাম জড়িয়েছিল। এই মামলায় তদন্তের জন্য তাঁদের কেন্দ্রীয় সংস্থার তরফে তলব করা হয়েছিল। ইডির তরফ থেকে জানানো হয়েছে, সব কিছু জেনেই অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে চুক্তি করেছিলেন ক্রিকেটার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা। প্রতারণা জন্যেই 1xbet নামে বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে অভিনেতাদের চুক্তি করা হয়েছিল বলেই অভিযোগ করা হয়েছে ইডির তরফে। প্রচারের জন্য বেআইনি টাকা ঘুরিয়ে বিদেশ থেকে আসত অভিনেতাদের কাছে, এমনটাই দাবি ইডির।

    পাশাপাশি ইডি আরও জানাচ্ছে, ভারতে ব্যবসার অনুমোদন ছাড়াই ঘুরিয়ে বেটিং অ্যাপের জন্য পরোক্ষে ব্র্যান্ডিং করা হত। মানি লন্ডারিং আইনে অভিনেতা-প্রাক্তন ক্রিকেটারদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ইডির তরফে। এই মামলায় অঙ্কুশের ৪৭ লক্ষ ২০ হাজারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তারপর বছরের শুরুতেই সিনেমা মুক্তির আগে ধাক্কা খেলেন অঙ্কুশ।

    Click here to Read More
    Previous Article
    Prabhas New Film: কোথাও প্রেক্ষাগৃহে ভাঙচুর, কুমির নিয়ে সিনেমা দেখতে এলেন অনুরাগীরা! প্রভাস পর্দায় ফিরতেই বাঁধভাঙা উচ্ছ্বাস
    Next Article
    Vicky-Katrina: 'পর্দার বিহান এখন তোমার দুই বাহুর মধ্যে', ভিকি-ক্যাটরিনার সন্তানের নামকরণের কারণ প্রকাশ্যে আনলেন বন্ধু আদিত্য

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment