Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Amrit Bharat 2 Express: টিকিট বাতিল করলে পুরো টাকাই কেটে নেওয়া হবে! ‘বন্দেভারত’ স্লিপার, ‘অমৃত ভারত-২’ নিয়ে নতুন নিয়ম রেলের

    6 days ago

    নয়াদিল্লি: নতুন ‘বন্দেভারত’ স্লিপার ট্রেন চালু করেছে ভারতীয় রেল। সেই ট্রেন আত্মপ্রকাশ করতেই টিকিট বাতিলের বিধিতে বড় রদবদল ঘটাল ভারতীয় রেল। কনফার্মড টিকিট বাতিল করতে গেলে টাকা তো কাটবেই, এমনকি একটি পয়সাও ফেরত না দিতে পারে রেল। সেই মর্মে নয়া বিজ্ঞপ্তি এল। (Vande Bharat Sleeper)

    বিলাসবহুল ‘বন্দেভারত’ স্লিপার ট্রেনের টিকিট বাতিল ও রিফান্ড নিয়ে নতুন বিধি চালু করা হয়েছে। এবার নিয়মকানুন বেশ কডডা। তাড়াহুড়োয় টিকিট বুক করে পরে বাতিল করতে গেলে বেশ ক্ষতির মুখেই পড়বেন যাত্রীরা। (Amrit Bharat 2 Express)

    ভারতীয় রেলের বোর্ড একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা হয়েছে, ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগে পর্যন্ত যদি টিকিট বাতিল না করা হয়, তার পর টিকিট বাতিল করলে একটি পয়সাও ফেরত পাবেন না যাত্রীরা। 

    কনফার্মড টিকিট থাকলে, ট্রেন ছাড়ার অন্তত ৭২ ঘণ্টা আগে যদি টিকিট বাতিল করেন, সেক্ষেত্রে ২৫ শতাংশ টাকা কেটে নেবে রেল। বাকি টাকা ফেরত দেওয়া হবে যাত্রীকে। ৭২ ঘণ্টা থেকে শেষ আট ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ৫০ শতাংশ ভাড়া কেটে নেবে রেল। বাকিটা ফেরত পাওয়া যাবে।

    অন্য দিকে, সাধারণ ক্ষেত্রে কনফার্মড টিকিট না পাওয়া গেলেও, RAC-র মাধ্যমে ট্রেনে ওঠা যায়, পাওয়া যায় অর্ধেক আসন। কিন্তু ‘বন্দেভারত’ স্লিপার ট্রেনে RAC ব্যবস্থাই তুলে দেওয়া হয়েছে। মহিলা, ভিন্ন ভাবে সক্ষম, প্রবীণ নাগরিক এবং ডিউটি পাস ছাড়া কোনও রকম ‘কোটা’ও থাকবে না। ‘বন্দেভারত’ স্লিপার ট্রেনে যাত্রার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ৪০০ কিলোমিটার। অর্থাৎ অল্প দূর গেলেও ৪০০ কিলোমিটারের ভাড়া দিতে হবে।

    চলতি মাসে চালু হওয়া ‘অমৃত ভারত ২’ এক্সপ্রেসের ক্ষেত্রেও একই নিয়ম চালু করেছে রেল। তবে সেক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ২০০ কিলোমিটার। এক্ষেত্রেও RAC-র সুবিধা নেই। টিকিট বাতিলের নিয়মও এক। কনফার্ম না হওয়া টিকিটের ক্ষেত্রে আগের নিয়মই চালু থাকবে।

    Click here to Read More
    Previous Article
    Budget 2026 : বাজেটে আবার আয়কর স্ল্যাবে বদল? মধ্যবিত্তর টাকা বাঁচাতে এবার আরও বড় চমক নির্মলার?
    Next Article
    Fatty Liver : ভারতকে গ্রাস করছে এই রোগ, ভয়াবহ পরিসংখ্যান, অবহেলা হলেই ক্যান্সার বা সিরোসিস! আপনার ঝুঁকি কতটা?

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment