Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    আখদৌদের বিরুদ্ধে জোড়া গোল, আল নাসেরের জার্সিতে ৬৫ বছরের রেকর্ড স্পর্শ রোনাল্ডোর

    1 day ago

    হাজার গোলের লক্ষ্যে আরও বেশি ‘ক্ষুধার্ত’ দেখা যাচ্ছে তাঁকে।

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে বয়সে অন্য ফুটবলাররা বুটজোড়া তুলে রেখে দিব্যি অবসরযাপন করেন, সেই বয়সেও তিনি ছুটছেন। বলা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা। হাজার গোলের লক্ষ্যে আরও বেশি ‘ক্ষুধার্ত’ দেখা যাচ্ছে তাঁকে। রবিবার তাঁর জোড়া গোলেই আল আখদৌদকে হারিয়েছে আল নাসের। একই সঙ্গে ৬৫ বছরের পুরনো নজিরও স্পর্শ করেছেন সিআর৭।

    এখন রোনাল্ডোর বয়স ৪০। তিনি ৩০ বছরে পা রেখেছিলেন ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে। ৩০তম জন্মদিনের আগে তিনি খেলেছিলেন ৭১৮ ম্যাচ। তখন তাঁর ঝুলিতে ছিল ৪৬৩টি গোল। কিন্তু ৩০ পেরনোর পর তিনি করেছেন ৪৯৩টি গোল। এর সঙ্গে তিনি ভাগ বসিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার রুনি রুকের রেকর্ডে।

    কী সেই নজির? এতদিন ৩০ বছরের পর সবচেয়ে বেশি গোল করার নজির ছিল প্রাক্তন ইংরেজ ফুটবলারের। ৬৫ বছর ধরে সেই রেকর্ড একাই বহন করছিলেন। পর্তুগিজ মহাতারকা এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন। যদিও একটি গোল বাতিল না হলে এই ম্যাচেই তিনি রুনি রুকের নজির ভেঙে ফেলতেন। মঙ্গলবার ইত্তেফাকের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড ভেঙে ফেলতে পারেন রোনাল্ডো। ৩০ বছরের পর ৪০০-র বেশি গোল করা ফুটবলারের তালিকায় এরপর রয়েছেন রোমারিও জোসেফ বিকান।

    রেক স্পোর্ট সকার স্ট্যাটিস্টিকস ফাউন্ডেশন যে তথ্য অনুযায়ী, প্রত্যেক ১২২ মিনিটে একটি করে গোল করেছেন তিনি। ম্যাচের কথায় আসা যাক। আল আখদৌদকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসের। চলতি মরশুমে টানা ১০ ম্যাচ জিতল তারা। জোড়া গোল করে হাজার গোলের থেকে মাত্র ৪৪ গোল দূরে ক্রিশ্চিয়ানো। অর্থাৎ সব মিলিয়ে রোনাল্ডোর এখন গোল সংখ্যা ৯৫৬। 

    Click here to Read More
    Previous Article
    ২৩ কোটির দুর্নীতি, ২০ লক্ষ টাকা আত্মসাৎ শতদ্রুর! কবে টিকিটের দাম ফেরত পাবেন মেসিভক্তরা?
    Next Article
    বাবার জার্সিতে মাঠে নামল সন্তানরা, মৃত্যুর ১৭৭ দিন পরেও জোটা স্মরণে কান্নায় ভাসল লিভারপুল

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment