Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Ajit Pawar News : 'সোজাসাপ্টা ও নির্ভীক নেতা ছিলেন', অজিত পাওয়ারের মৃত্যুতে 'ব্যথিত' শিণ্ডে বললেন, 'আমার দাদার মতো ছিলেন'

    2 days ago

    মুম্বই : মন্ত্রিসভায় সহকর্মী। অজিত পাওয়ারের মৃত্যুতে শোকবার্তা মহারাষ্ট্রের অপর উপ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। এ প্রসঙ্গে শিণ্ডে বলেন, "উনি ছিলেন একজন সোজাসাপ্টা নেতা, অঙ্গীকারবদ্ধ এবং প্রশাসনের উপর দখল ছিল।" মন্ত্রিসভার সহকর্মী হিসাবে তাঁর সঙ্গে কেমন সময় কেটেছে সেকথা স্মৃতিচারণা করেন শিণ্ডে। শিবসেনা (শিন্দে নেতৃত্বাধীন) প্রধান বলেন, "উনি সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি দিক খতিয়ে দেখতে আগ্রহী থাকতেন। উনি একজন সোজাসাপ্টা ও নির্ভীক নেতা ছিলেন। আমি নিজেও এটা অনুভব করেছি। আমি মুখ্যমন্ত্রী হিসেবে এবং এখন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় তাঁর সঙ্গে কাজ করেছি।"

    ২০২৩ সালে ক্ষমতার দ্বন্দ্বের পর অজিত পাওয়ার প্রবীণ রাজনীতিক এবং দলের প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের কাছ থেকে এনসিপির নিয়ন্ত্রণ নিয়েছিলেন। তারপর থেকে, এনসিপি মহাযূতি জোটের একটি অংশ, যার মধ্যে রয়েছে বিজেপি এবং শিন্দের নেতৃত্বাধীন সেনা, যারা বর্তমানে মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে।  'লডকি বহেন যোজনা' সম্পর্কে বলতে গিয়ে শিন্দে বলেন যে, আর্থিক অসুবিধা সত্ত্বেও, এই প্রকল্পটি অব্যাহত রাখার তত্ত্বাবধান করেছিলেন পাওয়ার। 'দাদা' নামে পরিচিত এই নেতার তুলনা তাঁর বড় ভাইয়ের সঙ্গে করে শিণ্ডে বলেন, "অজিত দাদা মহারাষ্ট্রের জন্য একটি দল হিসেবে কাজ করেছিলেন।" তাঁর সংযোজন, "উনি আমার কাছে বড় ভাইয়ের মতো ছিলেন এবং আমি খুব কষ্ট পেয়েছি। তিনি আর নেই এই সত্যটি মেনে নেওয়া আমার পক্ষে অবিশ্বাস্য। আমি তাঁর পরিবার এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।" দুর্ঘটনার খবর পেয়ে তিনি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বারামতীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

    এদিন মহারাষ্ট্রের বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। প্রাইভেট বিমানে ছিলেন তিনি। তাঁর সঙ্গে বিমানে থাকা আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এদিন সকাল ৮টা নাগাদ মুম্বই বিমানবন্দর থেকে ওড়ে অজিত পাওয়ারের বিমান। দুর্ঘটনার আগে এক বার অবতরণের চেষ্টা করেছিল বিমানটি। দ্বিতীয়বার অবতরণের আগে 'মে ডে' কল করেন পাইলট। জরুরি অবতরণের অনুমতি দেয় বারামতী বিমানবন্দর। নামার আগেই পৌনে ৯টা নাগাদ বারামতীর কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমাটি। দুর্ঘটনার পরই আগুন দেখা যায় দুর্ঘটনাস্থলে, সঙ্গে ধোঁয়ার কুণ্ডলী। আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ক্ষণিকের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। নির্বাচনী প্রচারে বারামতীতে যাচ্ছিলেন অজিত পাওয়ার। তার আগেই অভিশপ্ত বিমান দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল তাঁর।

    Click here to Read More
    Previous Article
    Liver : রাতে এই ৫ লক্ষণ দেখলেই সতর্ক হয়ে যান ! আপনার লিভার খারাপ হওয়ার এগুলোই সঙ্কেত
    Next Article
    Ajit Pawar Death : অজিত পাওয়ারের মৃত্যুতে 'যথোপযুক্ত তদন্তের' দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাতিল করলেন দিল্লিযাত্রা

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment