Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Adhir On Abhishek:'রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা অভিষেকের..কার দালালি করছেন সবাই জানে..', ভোট চুরি ইস্যুতে বিস্ফোরক অধীর

    2 weeks ago

    কলকাতা: বিহারে ভোটের আগে তথ্য় পরিসংখ্য়ান সামনে এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। এদিকে সেই অভিযোগের আগুনে সদ্য ঘি পড়েছে। অভিষেকের সংযোজন, ভোটার লিস্টে চুরি হচ্ছে। এই ব্য়াপারটাই অন্য় কোনও রাজনৈতিক দল ধরতে পারেনি।' এরপরেই তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর। বলেন, 'রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।' 

    [yt]https://youtu.be/qMSpE1iMZd4?si=rUhuvaMjDZoA86Yo[/yt]

    আরও পড়ুন, কমিশনের কড়া বার্তার পরেও শুনানি কেন্দ্রে AERO-কে 'হুমকি' ! ভাইরাল ভিডিও

    প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'দুর্নীতি ইস্যুতে অভিষেককে ডেকেছিল ইডি, প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।  দফতর থেকে বেরিয়েই কংগ্রেসকে আক্রমণ করেন অভিষেক। বিজেপি-ইডিকে আক্রমণ না করে কংগ্রেসকে আক্রমণ।জাতীয় নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এবারও কংগ্রেসকে আক্রমণ, কার দালালি করছেন সবাই জানে।নির্বাচন চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত প্রথমেই তুলে ধরেছিলেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশন, ভোট চুরি, ভোটারদের অসুবিধার কথা তুলে ধরেছিলেন রাহুল গান্ধীই।'

    সম্প্রতি লোকসভার কংগ্রেস সাংসদ ও বিরোধী দলনেতা  রাহুল গান্ধী বলেন, আমি চাই, গোটা দেশ জানুক, এই দেশে একটা বিরাট প্রতারণা চলছে। নির্বাচন কমিশন এবং শাসক দল এটা করছে।' সরাসরি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হয়েছিলেন লোকসভার দলনেতা ও কংগ্রেস সাংসদ।রাহুল গান্ধীর কথায়, আসল ইস্যু হচ্ছে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জয়েন্ট পার্টনারশিপ করে গণতন্ত্র ও অম্বেডকরজির সংবিধানের ওপর সরাসরি আক্রমণ নামিয়ে এনেছে। প্রধান ইস্যু হল ভোটচুরি এবং তাকে ঢাকা দেওয়া ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য হল SIR। 

    কিন্তু শেষ পর্যন্ত বিহারে বিপুল ভোটে জয়ী হয়েছে NDA।পশ্চিমবঙ্গেও কয়েক মাস পরে নির্বাচন। তার আগে SIR চলছে। এই আবহে ভোট চুরির অভিযোগে বিজেপিকে নিশানা করতে গিয়ে, কংগ্রেসকে দুষলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটার লিস্টে চুরি হচ্ছে। এই ব্য়াপারটাই অন্য় কোনও রাজনৈতিক দল ধরতে পারেনি। এই সব ভুলই কংগ্রেস করেছে। আম আদমি পার্টি দিল্লিতে ধরতে পারেনি। বিহারে RJD-কংগ্রেস ধরতেই পারেনি। এই কারণে বিজেপি ৮৮% স্ট্রাইক রেট নিয়ে জিতেছে।আপনারা বুঝতে পারবেন না কী ধরনের সফ্টওয়্য়ার তারা তৈরি করছে, ৫০ লাখ-১কোটি ভোটারকে ডিলিট করতে। এখানেই চুরি হচ্ছে।' 
     
    পাল্টা বিজেপির সঙ্গে আঁতাঁতের অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, রাহুল গান্ধীর দেখানো পথে চলে, ওটার নকল করতে শুরু করেছে বাংলার ভাইপো। নির্বাচন কমিশনে গেলেন আর বেরিয়েই কংগ্রেসকে গালাগাল করার কথা মনে এল। উনি কার দালালি করেন দেখুন। রাহুল গান্ধীর দেখানো ইস্যু, অভিযোগ সব নকল করে উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) নিজেকে বড় ভাবছেন। আসলে বিজেপির বিরুদ্ধে কথা ওঁর মুখ থেকে বেরোয় না। তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,'কংগ্রেসের ভুল ধরিয়ে দিচ্ছে অভিষেক। এত রাজ্যে হেরে গেলে। যতটা আন্দোলন করার কথা ছিল করতে পারেনি। এটা তো ব্যর্থতা। এটাকে আক্রমণ হিসেবে কেন ধরছেন? ভুলটা ধরিয়ে দিচ্ছেন অভিষেক। ' সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে তপ্ত রাজ্য রাজনীতি।

    Click here to Read More
    Previous Article
    Himachal Pradesh News: চোখে জল, করতালি, মিষ্টি বিতরণ…স্বাধীনতার ৭৮ বছর পর প্রথম রাস্তা পেল হিমাচলের এই গ্রাম
    Next Article
    Abhishek Banerjee: জোরকদমে ভোট প্রচার শুরু অভিষেকের, ১৯ দিনে রাজ্য জুড়ে করবেন ২৬টি সভা!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment