SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    West Bengal NEWS Live : ফের কমিশনের নির্দেশ অমান্য ? স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি অফিসার

    1 day ago

    মুর্শিদাবাদে 'বাবরি মসজিদের' শিলান্যাস। শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শিলান্যাস ঘিরে সকাল থেকে ছিল জোরকদমে প্রস্তুতি। সভাস্থলে মোতায়েন প্রচুর পুলিশবাহিনী, RAF। রেজিনগরে সভাস্থলে প্রচুর মানুষের ভিড়।

    কাল ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, তৈরি হচ্ছে ৩ টি আলাদা মঞ্চ। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ, আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও। সকাল ৯টা থেকে শুরু হবে গীতাপাঠের অনুষ্ঠান, চলবে দুপুর ২ পর্যন্ত। গীতা পাঠের আগে হবে বেদ পাঠ, ব্রিগে়ডে প্রস্তুতি চূড়ান্ত। 

    সম্প্রীতি দিবসে ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'একতাই শক্তি, বাংলার মাটি একতার মাটি'। 'এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি'। 'এই মাটি কখনো বিভেদের কাছে মাথা নত করেনি,আগামীদিনেও করবে না'। 'হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, বাংলায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি', আনন্দ আমরা ভাগ করে নিই, সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, সম্প্রীতি দিবসে পোস্ট মুখ্যমন্ত্রীর। 

    বাবরি মসজিদ নির্মাণে টাকার অভাব হবে না, হুঙ্কার হুমায়ুন কবীরের। 'রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করবেন'। 'নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংস্থা ৮০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে', মসজিদ নির্মাণে টাকার কোনও অভাব হবে না, দাবি হুমায়ুনের। '৩ কাঠা জমির উপর তৈরি হবে মূল বাবরি মসজিদ'। '২৫ বিঘা জমির উপর মসজিদ চত্বরেই তৈরি হবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়', রেজিনগরের সভা থেকে ঘোষণা সাসপেন্ডেড তৃণমূল নেতার। 

    বেলডাঙায় কড়া নিরাপত্তা, অতিরিক্ত বাহিনী মোতায়েন। পাঠানো হয়েছে আরও একজন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপারকে। মোতায়েন রয়েছে আড়াইশো RAF, ১০০ জন অফিসার। মোতায়েন হওয়া অফিসারদের মধ্যে রয়েছেন DSP, ইনস্পেক্টর এবং সাব ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার। এছাড়াও এলাকায় মোতায়েন রয়েছেন ১০০ জন কনস্টেবল।

    গাড়ি দুর্ঘটনায় 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তী। চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে যাওয়ার সময় দুর্ঘটনা। অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়িতে ধাক্কা ভলভো বাসের। দুর্ঘটনার জেরে ভেঙেছে অনির্বাণ চক্রবর্তীর গাড়ির কাচ। 

    মধ্য়মগ্রাম বিধানসভার খিলকাপুরের ৩৪ নম্বর বুথে উধাও ১৫০ ভোটার! ভোটার তালিকায় নাম, অথচ তাঁদের চেনেনই না এলাকার লোকজন! এনুমারেশন ফর্ম দিতে গিয়েও পাওয়া যায়নি, দাবি স্থানীয়দের। 

    প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম! কাকদ্বীপে চাঞ্চল্য়কর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূলের সদস্য সঞ্চয় দাস। সঞ্চয় দাস পশ্চিম গোবিন্দপুরের ১৩৪ নম্বর বুথের বাসিন্দা। বুথের বাসিন্দা বাসুদেব দাসের অভিযোগ, তাঁর নাম ব্য়বহার করেছেন সঞ্চয় দাস। ২০০২ সালের তালিকায় নাম তুলেছেন তৃণমূল নেতা, অভিযোগ ওই বাসিন্দার। SIR হওয়ার সময়ে তিনি তা জানতে পেরেছেন বলে দাবি অভিযোগকারী বাসুদেব দাসের। অভিযোগকারীর দাবি, তৃণমূল নেতা সঞ্চয় দাস বাংলাদেশের নাগরিক ছিলেন। এখানে আসার পর ভোটার তালিকায় নাম তুলেছেন শাসক নেতা, দাবি বাসুদেব দাসের। পাল্টা তৃণমূল নেতার দাবি, তাঁর বাবার নামও বাসুদেব দাস। ঘটনায় কাকদ্বীপের মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী।

    Click here to Read More
    Previous Article
    Ashes Live: Ben Stokes, Will Jacks hold on after Aussie onslaught
    Next Article
    'Kitchen was dead end': Witnesses recall night of horror at jam-packed North Goa club

    Related জেলার খবর Updates:

    Comments (0)

      Leave a Comment