SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Viral Video: ‘দিওয়ানগি দিওয়ানগি’ গানে জমিয়ে নাচ, কোটিপতি সাংসদের মেয়ের বিয়েতে এক মঞ্চে মহুয়া-কঙ্গনা, ‘সব কা মালিক এক হ্যায়’, বলছেন নেটিজেনরা

    14 hours ago

    নয়াদিল্লি: রিহার্সালের ছবি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছিল। এবার সঙ্গীতানুষ্ঠানে একসঙ্গে নাচের ভিডিও ঘিরেও জোর চর্চা। বিজেপি সাংসদ, শিল্পপতি নবীন জিন্দলের মেয়ের সঙ্গীতানুষ্ঠানে একসঙ্গে নাচতে দেখা গেল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া সুলে। হিন্দি ছবি ‘ওম শান্তি ওমে’র ‘দিওয়ানগি দিওয়ানগি’ গানের তালে পা মেলালেন তাঁরা। (Mahua Moitra-Kangana Ranaut)

    সংসদের বাইরে এবং ভিতরে এমনিতে শাসক-বিরোধীর মধ্যে টক্করই চোখে পড়ে। রাজনৈতিক বিরোধিতা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, পরস্পরকে বিঁধতেও ছাড়েন না কেউ। ভোটার তালিকায় নিবিড় সংশোধন থেকে ফোনে আড়িপাতার অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকারেক তুলোধনা করতে ছাড়েন না বিরোধীরা। বিজেপি-র তরফেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করা হয় বিরোধীদের। কিন্তু  ধনকুবের বিজেপি সাংসদ নবীন জিন্দলের মেয়ের বিয়েকে ঘিরে সমস্ত বৈরিতা কার্যত ঘুচে যেতে দেখা গেল। এর আগে, একসঙ্গে নাচের রিহার্সালের ছবি সামনে এসেছিল। এবার জমকালো সঙ্গীতানুষ্ঠান থেকে নাচের ভিডিও উঠে এল। (Viral Video)

    ভিডিও-য় দেখা গিয়েছে, সুপ্রিয়া, মহুয়া এবং কঙ্গনা একই সঙ্গে 'দিওয়ানগি দিওয়ানগি' গানের তালে পা মেলাচ্ছেন। ভিডিওটি সামনে আসতে নতুন করে চর্চা শুরু হয়েছে। দলের নীচুস্তরের কর্মীরা যেখানে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছেন, উপরমহলের নেতানেত্রীরা দিব্যি হেসেখেলে, নেচেগেয়ে সময় কাটাচ্ছেন বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা। 

    সঙ্গীতানুষ্ঠানের ভিডিও দেখে একজন লেখেন, 'আর এঁদের জন্য রাস্তায় লড়াই করে মরেন সাধারণ মানুষ'। অন্য একজন লেখেন, 'কেজরিওয়াল আগেই বলেছিলেন, এরা সব মিলেমিশে রয়েছে'। তৃতীয় একজন লেখেন, 'সবকা মালিক এক হ্যায়'। প্রত্যেক দলের রাজনৈতিক সভায় এই ভিডিও চালানো উচিত বলে দাবি তোলেন একজন। তিনি লেখেন, 'প্রত্যেক দলের সভায় এই সব ভিডিও চালানো উচিত। তাতে যগি মানুষ ক্ষমতার সমীকরণ বোঝেন। কাজের সময়ই শুধু বিরোধিতা। বাকি সময় একই ঘরে, একই বিয়েতে, অনুদান দেওয়ার লোকও এক, একই সুযোগ সুবিধা ভোগ করেন'।

    ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে সংসদে প্রবেশ করেন শিল্পপতি জিন্দল। ২০২৪ সালে বিজেপি-তে যোগ দেন তিনি। তাঁর মা সাবিত্রী দেবী হরিয়ানার প্রাক্তন মন্ত্রী। তিনিও কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন। নির্দল হিসেবেই হিসার বিধানসভা কেন্দ্রে জয়ী হন তিনি। পরে বিজেপি-কে সমর্থন জানান। নবীনের একমাত্র মেয়ে যশস্বিনী বিয়ে করছেন শাশ্বত সোমানিকে। নির্মাণ ব্যবসায় যুক্ত Somany Impresa Ltd.-এর উত্তরাধিকারী শ্বাশ্বত।

    Click here to Read More
    Previous Article
    Indigo Flight Crisis: কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
    Next Article
    এক বছরে ১০০ ছক্কা! একমাত্র ভারতীয় হিসাবে নতুন নজির অভিষেকের

    Related টপ নিউজ Updates:

    Comments (0)

      Leave a Comment