SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    TATA Group News: প্রয়াত সিমোন টাটা, Lakme, Westside-এর কর্ত্রী, সৎ ছেলে রতন টাটার সঙ্গে সম্পর্ক কেমন ছিল?

    1 day ago

    নয়াদিল্লি: পর্যটক হিসেবে প্রথমবার ভারতে পা রেখেছিলেন। সেই ভারতই যে তাঁর সবকিছু হয়ে উঠবে, তখনও বুঝতে পারেননি। পরবর্তীতে ভারতই ঠিকানা হয়ে ওঠে তাঁর, ভারতীয় হিসেবেই গড়ে ওঠে পরিচিতি। শেষ পর্যন্ত ভারতের মাটিতেই ইহজীবন থেকে বিদায় নিলেন। ৯৫ বছর বয়সে মারা গেলেন সিমোন টাটা, টাটা পরিবারের সদস্য, Lakme ও Westside-এর সাফল্যের নেপথ্যে ছিলেন তিনিই। (Simone Tata Demise)

    বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন সিমোন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ পর্যন্ত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার মুম্বইয়ে সমাধিস্থ করা হল তাঁকে। পরিবারের সদস্য থেকে শাপুর মিস্ত্রি, জামশেদ গোদরেজ, টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন। (TATA Group News)

    ১৯৩০ সালে সুইৎজারল্যান্ডের জেনিভায় জন্ম সিমোনের। ১৯৫৩ সালে ভারতে বেড়াতে আসেন সিমোন। পরবর্তীতে নাভাল হরমুসজি টাটার সঙ্গে আলাপ। ১৯৫৫ সালে বিয়ে করেন তাঁরা। এর পর মুম্বই-ই ঘরবাড়ি হয়ে ওঠে সিমোনের। তাঁদের সন্তান নোয়েল টাকা বর্তমানে Tata Trust-এর চেয়ারম্যান। প্রয়াত রতন টাকা সিমোনের সৎ ছেলে। সিমোনের আগে নাভাল টাটা বিয়ে করেছিলেন সুনি কমিসারিয়তকে। তাঁদের দুই সন্তান ছিল, রতন এবং জিমি টাটা।

    সৎ ছেলে রতনের সঙ্গেও সুসম্পর্ক ছিল সিমোনের। রতনের মৃত্যুর পর তিনি লেখেন, ‘রতন যখন কিশোর, তখন থেকে ওকে চিনি। ওর জীবনকে কাছ থেকে দেখেছি। সারাক্ষণ পকেটেই হাত থাকত, যাতে চারপাশের মানুষকে সাহায্য় করতে পারে। শুধু মাত্র টাকার ব্যাপারেই উদার ছিল না, সময়ের ব্যাপারেও, নিজের ভাবনারচিন্তার ক্ষেত্রেও’।

    ১৯৬২ সালে Lakme-র বোর্ডে শামিল হন সিমোন। সেই সময় Tata Oil Mills-এর অধীনে ছোট্ট একটি ভর্তুকিপ্রাপ্ত সংস্থা ছিল Lakme. সিমোনের হাত ধরেই ভারতীয়দের কাছে জনপ্রিয় হয়ে ওঠে Lakme-র প্রসাধনী সামগ্রী। ১৯৮২ সালে Lakme-র চেয়ারপার্সন হন সিমোন। ১৯৯৬ সালে Lakme Cosmetics বিক্রি করে দেয় Tata-রা। মালিকানা ওঠে Hindustan Lever Limited-এর হাতে। ওই টাকায় Trent Limited-এর প্রতিষ্ঠা হয়, যাতে সমান অংশীদারিত্ব ছিল সিমোনের। সেই Trent Limited-এর অধীনে আত্মপ্রকাশ করে Westside. Westside ভারতের অন্যতম সফল ডিপার্টমেন্ট স্টোর হয়ে ওঠে। পাশাপাশি, সেবামূলক কাজেও যুক্ত ছিলেন সিমোন। Sir Ratan Tata Institute-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। 

    সিমোনের মৃত্যুতে টাটা পরিবারের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘Lakme জনপ্রিয় হয়ে ওঠার নেপথ্যে ওঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। Westside-এর মাধ্য়মে ভারতে ফ্যাশন রিটেলের সূচনা করেন উনি’। এক বছর আগেই মারা যান রতন টাটা, ২০২৪ সালের ৯ অক্টোবর।

    Click here to Read More
    Previous Article
    घर बैठे कैसे चेक कर सकते हैं पीएफ पासबुक, जान लें आसान तरीका
    Next Article
    Adani Group: LIC থেকে মোট কত টাকা গিয়েছে আদানি গোষ্ঠীতে? বিরোধীদের প্রশ্নের জবাব দিল কেন্দ্র

    Related ভারত Updates:

    Comments (0)

      Leave a Comment