SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Suvendu Adhikari: 'অনেক এলাকার নাম আগামীদিনে ঔরঙ্গজেবের নামে করবে', মমতাকে 'সরানোর' ডাক শুভেন্দুর

    9 hours ago

    পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও বাপন সাঁতরা : মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের 'বাবরি মসজিদের' শিলান্য়াস হল। কিন্তু তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠল। বারবার তৃণমূলকে খোঁচা দিতে গিয়ে হুমায়ুন কবীরের মুখে উঠে এল মুসলিম ভোটব্যাঙ্ক, হিন্দু ভোটব্য়াঙ্ক, মুসলিম বিধায়ক ও শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ। হুমায়ুন বললেন, "আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলব, আপনারা আপনাদের যাকে খুশি, যত মুসলমানদের ভোট চেয়ে বিধানসভায় পাঠান, আর বাকি ৯০টার মধ্যে যে ২০৪ টে থাকবে, ২৯৪-এর মধ্যে সেই ২০৪ টের মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকারে আসবেন হিন্দু সমাজ সিদ্ধান্ত নিক।"

    মুর্শিদাবাদের বুকে 'বাবরি মসজিদের' শিলান্য়াস প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল হিন্দুদের কথা, পুজোর কথা, মোঘলদের কথা। বিরোধী দলনেতা বললেন, "এটা প্রমাণ হয়ে গেল, মমতা ব্যানার্জি পরোক্ষভাবে পুলিশ দিয়ে পালন করলেন। অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়াদেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হয়েছে। আমাদের একটা পুজো অনুমোদন দেয় না পুলিশ। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামীদিনে ঔরঙ্গজেবের নামে করবে।"

    মুসলিম ভোটের উপর এখন তৃণমূলের একচ্ছত্র আধিপত্য। ঠিক সেই জায়গাতেই ঘা দিতে চাইছেন হুমায়ুন কবীর। পাল্টা হিন্দু ভোটকে তৃণমূলের থেকে দূরে ঠেলার কৌশল নিচ্ছেন শুভেন্দু অধিকারী। একে SIR, তার ওপর মুসলিম ভোটব্যাঙ্কে ধাক্কা লাগলে কীভাবে ম্য়ানেজ করবে তৃণমূল ? পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "ধর্ম নিরপেক্ষ মানুষের উপর বার বার আঘাত আসছে, বার বার করে ধর্ম নিরপেক্ষ মানুষ, একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, এখন যাদের বলা হয় গদ্দার, যাদের বলা হয় মীরজাফর, তারা, তাদের সহায়তা করছে সেই একই কারণে, এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে, সুড়সুড়ি দিচ্ছে, ধর্মান্ধতায় পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে না।" 

    অন্যদিকে হুমায়ুন অভিযোগ তুলে বলেন, "চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়, ২০১১-তে ১৩ মে যেদিন রেজাল্ট (ভোটের ফল) হয়েছিল, সেদিনকে ৬৭টা মুসলমান MLA ছিলেন। ওঁর ৫ বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর, ২০১৬-তে সেটা নেমে আসল ৫৭-তে। ২০২১-এ সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র ৪৪ জনে। এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায়, যেখানে ৪২% থেকে ৮২% পর্যন্ত, মুসলমান মেজরিটি সিট আছে ৯০ খানা, এই ৯০টা সিটে আপনাদেরকে মুসলমানদের জন প্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে।"

    ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল ! তারপর সরযূ ও গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে । কিন্তু, এখন ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সেই গঙ্গাপারের মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের শিলান্য়াস ঘিরেই এখন উথালপাথাল পশ্চিমবঙ্গের রাজনীতি। 

    Click here to Read More
    Previous Article
    Centre on Airfares : 'ঝোপ বুঝে কোপ' ঠেকাতে বিমানের টিকিট মূল্যে রাশ, কত দূরত্বের জন্য কত ভাড়া নেওয়ার নির্দেশ কেন্দ্রের ?
    Next Article
    BJP News: আদি নেতাদের সামনে আনতে তৎপর বিজেপি, ২৫ ডিসেম্বর ন্যাশনাল লাইব্রেরিতে বিশেষ অনুষ্ঠান, ’২৬-এর লক্ষ্যপূরণ হবে কি?

    Related জেলার খবর Updates:

    Comments (0)

      Leave a Comment