SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Shubman Gill: ঘাড়ের মারাত্মক চোটে ছিলেন মাঠের বাইরে, শুভমনকে নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট

    11 hours ago

    বেঙ্গালুরু: টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে তিনি ভারতীয় দলের অধিনায়ক । তবে ঘাড়ের চোটে কাবু হয়ে মাঠের বাইরে । দক্ষিণ আফ্রিকার (IND vs SA Live) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দলেই রাখা হয়নি ।

    তবে শুভমন গিলকে সহ অধিনায়ক করেই টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে ভারত । সঙ্গে জানানো হয়েছে, ফিট হলে তবেই খেলবেন শুভমন । তারপর থেকেই জল্পনা । শুভমন কি আদৌ টি-২০ সিরিজে খেলতে পারবেন? দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ । তার আগে ফিটনেস নিয়ে সমস্যায় পড়বেন না তো শুভমন?

    শুভমনকে নিয়ে এবার এল বড় আপডেট । ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সূচনা ৯ ডিসেম্বর থেকে হতে চলেছে । তার আগে শুভমন গিলের ফিটনেস নিয়ে বড় আপডেট এসেছে । বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স ভারতীয় টিম ম্যানেজমেন্টকে জানিয়েছে যে, শুভমন গিল তাঁর রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং তিনি তিনটি ফর্ম্যাটেই খেলার জন্য সম্পূর্ণ ফিট আছেন । শোনা গেল, তাঁর ফিটনেস টেস্টও হয়েছে এবং তাতে পাশও করেছেন গিল ।

    শুভমন গিলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল । ফিটনেস প্রমাণ করার জন্য তাঁকে রিহ্যাবের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনুসরণ করার প্রোটোকল সম্পূর্ণ করতে হয়েছিল । 

    শুভমন গিলের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ে চোট লেগেছিল । সাইমন হার্মারের বলে স্যুইপ শট মারার সময় তাঁর ঘাড়ে টান লাগে । এর পরে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল । এই চোটের কারণে গিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারেননি ।

    টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেকে ফিট প্রমাণ করার জন্য শুভমন গিলকে বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবিলিটেশনের সঙ্গে সঙ্গে স্কিল ট্রেনিংও করতে হয়েছে । তিনি ব্যাটিং, ফিল্ডিং এবং ম্যাচ সিমুলেশনেরও অনুশীলন করেছেন । 

    ভারতের টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত খেলোয়াড়রা শনিবার কটকে পৌঁছবেন, যেখানে উভয় দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে । ভারতীয় দলের প্রথম ট্রেনিং সেশন রবিবার হবে । উল্লেখ্য, এই টি-টোয়েন্টি সিরিজ ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে ।         

     

    Click here to Read More
    Previous Article
    Syed Mushtaq Ali T20: ৬,৬,৬,৬,৬,৪,৪... ঘরোয়া ক্রিকেটে ধোনির দলের খেলোয়াড়ের ধ্বংসলীলা, বিধ্বস্ত বোলাররা
    Next Article
    Kuldeep Yadav: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কুলদীপের ভেল্কি, ভেঙে দিলেন শ্রীনাথ-কুম্বলে-জাহির-শামিদের রেকর্ড

    Related খেলা Updates:

    Comments (0)

      Leave a Comment