SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Rohit Sharma: বিশ্বক্রিকেটের এলিট লিস্টে রোহিত, সচিন, বিরাটদের সঙ্গে একই সারিতে বসে পড়লেন 'হিটম্যান '

    12 hours ago

    বিশাখাপত্তনম: এর আগে বিশ্বক্রিকেটে মাত্র ১৩জন পেরেছেন, ভারতীয়দের মধ্যে তালিকায় রয়েছেন মাত্র তিন। সেই বিশেষ তালিকাতেই এবার নাম লেখালেন রোহিত শর্মা (Rohit Sharma)। এতদিন যে তালিকায় ভারতীয়দের মধ্যে কেবল সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি ছিলেন, সেই তালিকায় এবার 'হিটম্যান'ও সামিল হলেন। কোন তালিকায় নাম লেখালেন রোহিত? 

    প্রোটিয়াদের বিরদ্ধে বিশাখাপত্তনমে রোহিতকে বেশ ভাল ছন্দেই দেখাচ্ছে। তিনি এই ম্যাচে ২৭ রান করতেই এক মাইলফলক স্পর্শ করলেন। মাত্র চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ২০ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পার করে ফেললেন ভারতের মহাতারকা ক্রিকেটার। ৫৩৮টি ইনিংসে রোহিত এই গণ্ডি পার করলেন। বিশ্বক্রিকেটের এতদিনের ইতিহাসে তাঁর আগে মাত্র ১৩জন ব্যাটার এই রানের গণ্ডি পার করেছেন। এই পরিসংখ্যানই রোহিতের কৃতিত্ব বোঝানোর জন্য কিন্তু যথেষ্ট। 

    রোহিতের ব্যাট হাতে ইতিহাস গড়ার দিনই আবার বল হাতে নতুন কীর্তি কুলদীপ যাদবের। প্রথম ম্যাচে চার উইকেট, দ্বিতীয় ম্যাচে এক উইকেটের পর আজ ফের একবার চার উইকেট নিলেন কুলদীপ। আর এই চার উইকেটের সুবাদেই ইতিহাস গড়লেন তিনি।

    এই নিয়ে নিজের কেরিয়ারে ১১তম বার ইনিংসে চার উইকেট নিলেন কুলদীপ। দক্ষিণ আফ্রিকাকে দেখলেই তিনি যেন জ্বলে উঠেন। রামধনুর দেশের বিরুদ্ধে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। প্রোটিয়াদের বিরুদ্ধে ১৬ ম্য়াচে ১৭.৫৮ গড়ে ৩৬টি উইকেট নিয়েছেন কুলদীপ। তিনিই মাত্র দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে কোনও এক মাঠে ওয়ান ডেতে চারবার তিন বা ততোধিক উইকেট নিলেন। বিশাখাপত্তনমে এই নিয়ে পাঁচ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে ফেললেন কুলদীপ।

    আজকে ম্য়াচ চলাকালীনই শেষের দিকে বেশ মজাদার কিছু মুহূর্ত দেখা যায়। টেলএন্ডারদের বিরুদ্ধে বোলিং করার সময় একাধিকবার এনগিদিদের পায়ে কুলদীপের করা বল লাগে। তিনি আপিল করেন, আম্পায়ার নাকচ করলে কুলদীপ ডিআরএসের জন্য অধিনায়ক কেএল রাহুল এবং স্লিপে দাঁড়ানো প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার দিকে তাকান। এমন ঘটনা এক নয়, কয়েক মিনিটের মধ্যে একাধিকবার ঘটে। কিন্তু প্রতিবার তা রোহিতরা নাকচ করে দেন এবং শেষের দিকে তো কুলদীপের আপিল দেখে রোহিতরা রীতিমতো হেসে গড়াগড়ি খাওয়ার উপক্রম হয়।

    এই নিয়ে কুলদীপ জানান, 'ডিআরএসের বিষয়ে আমি খুবই খারাপ। এই জন্য়ই ওরা আমায় নিয়ে মজা করেন। আমার মনে হয় প্যাডে লাগলে প্রতিটি বলই আউট। তবে পিছনে যখন একজন প্রাক্তন অধিনায়ক রয়েছেন এবং কেএলও উইকেটের পিছনে ডিআরএসের কলে খুবই ভাল। তাই এই ধরনের লোকজনকে প্রয়োজন হয় আমায় শান্ত করার জন্য।'

    Click here to Read More
    Previous Article
    IND vs SA: বল হাতে কুলদীপ, কৃষ্ণ, ব্যাটে যশস্বীর শতরানের পাশাপাশি রো-কোর দৌরাত্ম্যে সিরিজ় জিতল ভারত
    Next Article
    আদৌ বিশ্বকাপে খেলবেন তো মেসি? সংশয় আরও বাড়িয়ে দিলেন কোচ স্কালোনি

    Related খেলা Updates:

    Comments (0)

      Leave a Comment