SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Bengal SIR Row: প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম, কাঠগড়ায় কাকদ্বীপের তৃণমুল নেতা

    16 hours ago

    গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম! এবার কাকদ্বীপে চাঞ্চল্য়কর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূলের সদস্য সঞ্চয় দাস। তিনি পশ্চিম গোবিন্দপুরের ১৩৪ নম্বর বুথের বাসিন্দা। সেই বুথেরই আরেক বাসিন্দা বাসুদেব দাসের অভিযোগ, তাঁর নাম ব্য়বহার করে ২০০২ সালের তালিকায় নাম তুলেছেন তৃণমূল নেতা। এখন SIR হওয়ার সময়ে তিনি তা জানতে পেরেছেন। অভিযোগকারীর দাবি, তৃণমূল নেতা সঞ্চয় দাস বাংলাদেশের নাগরিক ছিলেন। এখানে আসার পর ভোটার তালিকায় নাম তুলেছেন।  পাল্টা তৃণমূল নেতার দাবি, তাঁর বাবার নামও বাসুদেব দাস। তাঁরা বাংলাদেশেই থাকতেন। পরে এখানে এসে ভোটার তালিকায় নাম তোলেন। ঘটনায় কাকদ্বীপের মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী। 

    অভিযোগ, সঞ্চয় দাস বাংলাদেশের বাসিন্দা ছিলেন। মা-কে নিয়ে তিনি এদেশে চলে আসেন। তাঁর বাবা বাংলাদেশেই মারা যান বলে জানা গিয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সঞ্চয় দাস। অভিযুক্ত সঞ্চয় দাসের দাবি, তিনি এদেশেরই স্থায়ী বাসিন্দা। তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র, চক্রান্ত হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। যিনি অভিযোগ করেছেন, সেই বাসুদেব দাসকে চেনেন না বলেও দাবি করেছেন সঞ্চয় দাস। ছোটবেলায় তিনি এদেশে এসেছিলেন বলে নিজেই জানিয়েছেন তিনি। তাঁর বাবা প্রয়াত হয়েছেন। বাবার নাম বাসুদেব দাস। 

    কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনাতেও প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার কার্ডে নাম তোলার অভিযোগ উঠেছিল এক বাংলাদেশির বিরুদ্ধে 

    বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমানা। আর এবার যেখানে প্রতিবেশী বৃদ্ধকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে এক বাংলাদেশী যুবকের বিরুদ্ধে, তা হল হিঙ্গলগঞ্জ ব্লক। বাংলাদেশের বাসিন্দা, ভারতের ভোটার হওয়ার জন্য, প্রতিবেশী এক বৃদ্ধকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নিজের নাম তুলেছেন বলে অভিযোগ উঠেছে। হিঙ্গলগঞ্জ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এমন একটি এলাকা যেখানে নদী দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের ১৯৯ নম্বর বুথের ভোটার নুর আলি মোড়ল অভিযোগ করেছেন, তাঁর এক প্রতিবেশী আনোয়ার মোড়ল তাঁকে বাবা দেখিয়ে, নথি জাল করে ভোটার তালিকায় নাম তুলেছেন, এমনকি এসআইআর- এর ফর্মও ফিলআপ করেছেন। নুর আলি মোড়লের অভিযোগ, তাঁর দুই ছেলে রয়েছে, রহমান মোড়ল ও বাবুলাল মোড়ল। আরও কোনও ছেলে নেই। অভিযুক্ত আনোয়ার মোড়লের যে বাংলাদেশে সেই দাবি করেছেন, নুর আলি মোড়ল, তাঁরা ছেলেরা এবং প্রতিবেশীরাও। 

    Click here to Read More
    Previous Article
    Bengal SIR Row : আসলে তিন সন্তানের বাবা, অথচ এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর দেখতে পেলেন তিনি ৫ সন্তানের বাবা !
    Next Article
    IND vs SA Toss Update: শাপমুক্তি কে এল রাহুলের হাত ধরে, ফয়সালার ম্যাচে ভারতীয় দলে চমক

    Related জেলার খবর Updates:

    Comments (0)

      Leave a Comment