SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Andre Russell: টি-টোয়েন্টিতে তাঁর জুড়ি মেলা ভার, আইপিএল ছাড়ার পর এবার এক অনন্য রেকর্ড গড়লেন রাসেল

    12 hours ago

    শারজা: আইপিএলে আর তাঁকে খেলতে দেখা যাবে না। কেকেআরের জার্সিতেই টুর্নামেন্টকে বিদায় জানিয়েছেন ক্রিকেটার হিসেবে। যদিও নাইট শিবিরে পাওয়ার কোচ হিসেবে দেখা যাবে আন্দ্রে রাসেলকে। এবার ক্যারিবিয়ান তারকা এক অনন্য মাইলস্টোন গড়ে ফেললেন টি-টোয়েন্টি ক্রিকেটে। কুড়ির ফর্ম্য়াটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ৫ হাজার রান, ৫০০ ছক্কা হাঁকানো ও বল হাতে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন দ্রে রাস। ILT20 টুর্নামেন্টে আবুধাবি নাইট রাইডার্সের জার্সিতে খেলছেন রাসেল। সেই দলের হয়েই নজির গড়লেন তিনি।

    এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্ব ক্রিকেটে মোট ১২৬ জন প্লেয়ার ৫ হাজারের বেশি রান করেছেন। ৬ জন বোলার রয়েছেন যাঁরা ৫০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। ১০ জন ব্যাটার রয়েছেন যাঁরা পাঁচশো বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন এই ফর্ম্য়াটে। কিন্তু তিনটি বিষয়েই সম্পূর্ণ করেছেন একমাত্র রাসেলই। উল্লেখ্য, ৫৭৬ টি-টোয়েন্টি ম্য়াচে রাসেলের ঝুলিতে ৯৪৯৬ রান, ৭৭২ ছক্কা ও ৫০০ উইকেট। 

    কিছুদিন আগেই রাসেলকে প্রশ্ন করা হয়েছিল যে আচমকা আইপিএল থেকে সরে দাঁড়ালেন কেন? রাসেল বলেছিলেন, ''উসেইন বোল্ট, এবি ডিভিলিয়ার্সদের উদাহরণ হিসেবে তুলে আনা যেতে পারে। তাঁরা কিন্তু তাঁদের ফর্মের শিখরে থাকতেই সরে দাঁড়িয়েছেন। আমিও চেয়েছিলাম যে নিজের ফর্ম থাকতে থাকতেই সরে দাঁড়াতে। আমার মনে হয়েছিল যে এটাই সেরা সময় আমার সরে দাঁড়ানোর। আমি মনে করি অবসর নেওয়ার পর মানুষ জিজ্ঞাসা করুক যে কেন সরে গেলাম। কিন্তু নিজের খেলাটা টেনে নিয়ে গেলে মানুষ একদিন বলবে 'আপনার আরও তিন-চার বছর আগে সরে দাঁড়ানো উচিৎ ছিল।''

    দলের পাওয়ার কোচ হিসাবে যোগ দিচ্ছেন রাসেল। ২০২৬ সালের আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে ক্যারিবিয়ান সুপারস্টারকেকেকেআর ছেড়ে দেওয়ার পরই জল্পনা শুরু হয়েছিল, পরের নিলামে কোন দল রাসেলকে পেতে ঝাঁপাবে তা নিয়ে। তবে কেন তাঁকে কেকেআর ছেড়ে দিয়েছিল, সেটা পরিষ্কার হয়ে গেল রবিবার। আইপিএল থেকে অবসর নিলেন রাসেল। তিনি কেকেআরে যোগ দিচ্ছেন নতুন ভূমিকায়। পাওয়ার কোচ হিসাবে। রাসেল নিজে বলেছেন, 'আমি আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি কেকেআরের সঙ্গে, কেকেআরের অন্য সমস্ত লিগের দলের সঙ্গে যুক্ত থাকব। কেকেআরের জার্সি পরে ম্যাচ জেতানো, ছক্কা মারা, ম্যাচের সেরার পুরস্কার পাওয়া, দারুণ সব অভিজ্ঞতা হয়েছে আমার। তবে আমি ঠিক করেছি, হারিয়ে যাব না। অন্য ভূমিকায় খেলাটাকে কিছু ফিরিয়ে দিতে চাই।"

    Click here to Read More
    Previous Article
    Babri Masjid: 'মন্দির মসজিদের রাজনীতির শুরুটা করল কে?' মমতাকে নিশানা অধীরের
    Next Article
    New Petrol Engine Is Key For Tata Sierra To Gain An Upper Hand In This Segment

    Related খেলা Updates:

    Comments (0)

      Leave a Comment