SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Adani Group: LIC থেকে মোট কত টাকা গিয়েছে আদানি গোষ্ঠীতে? বিরোধীদের প্রশ্নের জবাব দিল কেন্দ্র

    21 hours ago

    নয়াদিল্লি: ঋণগ্রস্ত আদানি গোষ্ঠীকে সাহায্য করতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে, ভারতীয় জীবন বিমা সংস্থা থেকে আদানি গোষ্ঠীতে বিনিয়োগ গিয়েছে বলে মাস দুয়েক আগে খবর মিলেছিল। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। সেই সময় কেন্দ্রের তরফে কিছু জানানো না হলেও, LIC-র তরফে আদানি গোষ্ঠীতে কত টাকা ঢালা হয়েছে, এবার সংসদে সেই তথ্য তুলে ধরা হল। বলা হয়েছে, আদানি গোষ্ঠীতে মোট ৪৮ হাজার ২৮৪ কোটি ৬২ লক্ষ টাকা বিনিয়োগ করেছে LIC. (LIC Total Investment in Adani Group)

    আদানি গোষ্ঠীতে কত টাকা বিনিয়োগ করেছে LIC, প্রশ্ন তোলেন দুই সাংসদ, কংগ্রেসের মহম্মদ জাভেদ এবং তৃণমূলের মহুয়া মৈত্র। সেই প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, আদানি গোষ্ঠীতে মোট ৪৮ হাজার ২৮৪ কোটি ৬২ লক্ষ টাকা বিনিয়োগ করেছে LIC, যার মধ্যে ৩৮ হাজার ৬৫৮ কোটি ৮৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয় ইকুইটিতে, ৯ হাজার ৬২৫ কোটি ৭৭ লক্ষ টাকা ঋণ হিসেবে দেওয়া হয়। (Adani Group)

    ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য়ের ভিত্তিতে এই হিসেব দিয়েছেন নির্মলা। তিনি আরও জানিয়েছেন, Adani Ports and Special Economic Zone Limited-এর ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে LIC. ওই ৫০০০ কোটি বিনিয়োগ করা হয়েছে সিকিওর্ড নন-কনভার্টিবল ডিবেঞ্চার (NCD) ঋণ হিসেবে। 

    ডিবেঞ্চার আসলে এক ধরনের ঋণপত্র। সিকিওর্ড অর্থাৎ কিছু (সম্পত্তি) বন্ধক রেখে ওই ঋণ পাওয়া যায়। কোনও কারণে সংস্থা টাকা শোধ করতে না পারলে, তাদের সম্পত্তি বিক্রি করে তা উদ্ধার করা হয়। ঋণ শোধ না হওয়া পর্যন্ত নির্ধারিত হারে  সুদ মেটাতে হয় সংশ্লিষ্ট সংস্থাকে। মেয়াদ শেষে ফেরত দিতে হবে মূল টাকা। তবে ওই ঋণপত্র ভবিষ্যতে শেয়ারে রূপান্তরিত হবে না। তবে এই ধরনের ঋণ একেবারে ঝুঁকিমুক্ত হয় না। যে সংস্থাকে ঋণ দেওয়া হচ্ছে, তার আর্থিক অবস্থার উপর নির্ভর করে সবকিছু।

    এখনও পর্যন্ত কোন কোন বেসরকারি সংস্থা বিনিয়োগ করেছে LIC, তাও জানতে চান জাভেদ এবং মহুয়া। কেন্দ্র যদিও সেই মর্মে পূর্ণাঙ্ক তালিকা তুলে ধরেনি। বরং জানানো হয়েছে, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা বিচক্ষণতার পরিচয় নাও হতে পারে। কারণ এতে LIC-র ঋণ-স্বার্থের উপর প্রভাব পড়তে পারে। 

    জাভেদ এবং মহুয়া বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন, যেমন- ১) নিয়ন্ত্রক সংস্থার স্ক্রুটি চলা সত্ত্বেও কি সম্প্রতি আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করেছে LIC, করে থাকলে মোট অঙ্ক কত? ২) অর্থমন্ত্রক অথবা আর্থিক পরিষেবা বিভাগের তরফে কি LIC এবং অন্য কোনও অর্থনৈতিক প্রতিষ্ঠানকে আদানি গোষ্ঠীতে বিনিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল, দেওয়া হলে কেন, কী কারণ? ৩) এই ধরনের বিনিয়োগের আগে সবদিক খতিয়ে দেখা হয়েছিল কি, ঝুঁকি মূল্যায়ন করে দেখা হয়েছিল কি? SEBI অথবা RBI-এর পরামর্শ নেওয়া হয়েছিল কি? ৪) এই ধরনের বিনিয়োগে বিমার গ্রাহক, বাজারের অখণ্ডতা, প্রাতিষ্ঠানিক স্বাধীনতার উপর কী প্রভাব পড়তে পারে, তা কি পর্যালোচনা করে দেখেছে সরকার? স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে? ৫) আদানি গোষ্ঠীর কতগুলি সংস্থায় বিনিয়োগ করেছে LIC? কত মূল্যের বিনিয়োগ করা হয়েছে, প্রথম কবে কত টাকা বিনিয়োগ করা হয়?৬) আর কোন বেসরকারি সংস্থায় বিনিয়োগ করেছে LIC?  কত টাকা করে বিনিয়োগ করা হয়েছে?

    এই সব প্রশ্নের উত্তরে নির্মলা জানিয়েছেন, Adani Ports Special Economic Zone-এ যে ৫০০০ কোটি টাকা সিকিওর্ড NCD-র মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে, তার জন্য সবদিক খতিয়ে দেখা হয়। বিনিয়োগ নিয়ে অর্থমন্ত্রকের তরফে কোও নির্দেশ বা উপদেশ দেওয়া হয়নি LIC-কে। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত LIC নিজেই নেয়। 

    আদানি সংস্থায় LIC-র বিনিয়োগ নিয়ে কেন্দ্র এই ব্য়াখ্য়া দেওয়ার আগে, অতি সম্প্রতিই আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র Washington Post বিষয়টির খোলসা করে। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ, LIC, NITI Aayog মিলে আদানি গোষ্ঠীতে বিনিয়োগের পরিকল্পনা করে। এর মধ্যে LIC-র তরফেই Adani Ports-এ ৫৮৫ মিলিয়ন ডলার ঢালা হবে বলে ঠিক হয়।

    Click here to Read More
    Previous Article
    TATA Group News: প্রয়াত সিমোন টাটা, Lakme, Westside-এর কর্ত্রী, সৎ ছেলে রতন টাটার সঙ্গে সম্পর্ক কেমন ছিল?
    Next Article
    West Bengal NEWS Live : মতুয়া গড়ে তৃণমূলনেত্রীর পাল্টা মিছিল বিজেপির, ঠাকুরনগরে পরিবর্তন সংকল্প যাত্রা

    Related ভারত Updates:

    Comments (0)

      Leave a Comment